প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / তারাবীহ এক রাকাত পড়ে বসে যাবার পর মুসল্লিদের তাকবীর শুনে সাহু সেজদা ছাড়া নামায শেষ করলে নামায হবে কি?

তারাবীহ এক রাকাত পড়ে বসে যাবার পর মুসল্লিদের তাকবীর শুনে সাহু সেজদা ছাড়া নামায শেষ করলে নামায হবে কি?

প্রশ্ন

তারাবীর দুই রাকাত নামাযে, ইমাম এক রাকাত পড়ে বসে পড়ে, এরপর মুসুল্লি তাকবীর দিলে ইমাম সাব দাড়িয়ে আরেক রাকাত পড়ে যথারীতি নামায শেষ করে, কিন্তু সেজদায়ে সাহু করে নাই।

এক্ষেত্রে কি নামায হয়েছে?  বা করণীয় কি জানাবেন প্লিজ।  

উত্তর

بسم الله الرحمن الرحيم

তিন তাসবীহ পড়া পরিমাণ সময়ের কম বসে, তাহলে সাহু সেজদা দেয়া আবশ্যক নয়। বরং সাহু সেজদা ছাড়াই নামায হয়ে গেছে।    

কিন্তু যদি তিন তাসবীহ পরিমাণ বসে থাকে, তাহলে সাহু সেজদা আবশ্যক হয়েছিল। সাহু সেজদা না দেয়ায় নামাযটি আবার পুনরায় পড়তে হবে।    

উক্ত নামাযের সময় থাকা পর্যন্ত পুনরায় পড়ার সময় বাকি থাকে, সময় চলে গেলে আর আদায় করতে হয় না মর্মে কওল আছে। তবে গ্রহণযোগ্য ও উত্তম হলো নামাযটি পুনরায় পড়া।

 

  اذا شغله التفكر عن أداء واجب بقدر ركن… يجب السهو وإلا فلا، ….. وعلى قياس ما تقدم أن يعتبر الركن مع سنة وهو مقدار بثلاث تسبيحات (طحطاوى على مراقى الفلاح-474)

    أو قدر ركن قصير كالركوع، او السجود بسنة، أى قدر تسبيحات وبالثانى جزم البرهان إبراهيم الحلبى فى شرح المينة حيث قال: وذلك مقدار ثلاث تسبيحات (منحة الخالق على البحر الرائق، زكريا-1/474، كويته-1/272)

    تأخير القيام إلى الثالثة، أو الرابعة عن محله، وهذا إذا كانت القعدة طويلة أما الجلسة الخفيفة التى استحبها الشافعى فتركها غير واجب عندنا (رد المحتار، زكريا-2/164، كرتاشى-1/469)

      لو نسى السهو، أو سجدة صلبية، أو تلاوية يلزمه ذلك مادام فى المسجد، أى ولم يوجد منه مناف، فإن وجد منه مناف، أو خرج من المسجد قبل قضاء ما نسيه فسدت صلاته (حاشية الطحطاوى على مراقى الفلاح-472)

وقد علمت ايضا ترجيح القول بالوجوب فيكون المرجح وجوب الإعادة فى الوقت وبعده (رد المحتار-3/532

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

One comment

  1. জাযাকাল্লাহ্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *