প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / অযুতে কনুই ধৌত না করে নামায পড়লে নামায আদায় হবে কি?

অযুতে কনুই ধৌত না করে নামায পড়লে নামায আদায় হবে কি?

প্রশ্ন

আসলে আমি অযু করে নেওয়ার সময় আমার হাতের কনুইয়ের উপর ও উপরিভাগে পানি লাগে নাই। শুধু কনুই পর্যন্ত গেছে। সালাতের মধ্যে তখন খেয়াল হয়েছে কিন্তু আমি মহান আল্লাহর ভয়ে সালাত ভাঙ্গি নাই। এখন কী আমার সালাত আদায় হয়েছে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

অযুর মাঝে কনুইসহ ধৌত করা ফরজ। যেহেতু আপনার কনুই পরিপূর্ণ ধৌত হয়নি তাই আপনার অযু হয়নি। আর অযু ছাড়া নামায আদায় হয় না।

তাই নামাযের মাঝে যখন স্মরণ হয়েছে যে, আপনি কনুইয়ের উপরিভাগ ধৌত করেননি, মানে আপনার অযু পূর্ণ হয়নি, তখনি আপনার উচিত ছিল নামায ছেড়ে দিয়ে গিয়ে অযু করে নতুন করে নামাযে শরীক হওয়া।

আপনার উক্ত নামায হয়নি। তাই আপনার উক্ত নামায আবার আদায় করতে হবে।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ

হে মুমিনগণ, যখন তোমরা নামাযের জন্যে উঠ, তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং পদযুগল গিটসহ। {৫: ৬, সূরা মায়িদা-৬}

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً إِلَّا بِطُهُورٍ،

হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ পবিত্রতা ছাড়া নামায গ্রহণযোগ্য হয় না। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২৭২, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং- ১, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-৯, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩৩৬৬}

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

স্ত্রী সহবাসে আগ্রহী না হলে করণীয় কী?

প্রশ্ন আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে হাসান বলসি। আমার বিবাহের বয়স ২ বসর হতে চলল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *