প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / ‘তোর বোনের সাথে সংসার করবোনা’ বললে কি তালাক হয়?

‘তোর বোনের সাথে সংসার করবোনা’ বললে কি তালাক হয়?

প্রশ্ন

স্বামী স্ত্রীর বোনকে উদ্দেশ্য করে যদি বলে যে, ‘তোর বোনের সাথে সংসার করবোনা’ তাহলে কি তালাক হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, কোন তালাক পতিত হবে না।

ولو قال: أطلقك لم يقع (الدر المنتقى في شرح الملتقى للإمام علاء الدين الحصكفي،  كتاب الطلاق، باب إيقاع الطلاق، قديم-1/387، دار الكتب العلمية بيروت-2/14)

لو قال بالعربية: أطلق لا يكون طلاقا (الفتاوى الهندية-1/384، جديد-1/452)

أنا اطلق نفسى لم يقع، لأنه وعد (رد المحتار، زكريا-4/559، كرتاشى-3/319)

ولو قال أطلقك لم يقع (سكب الأنهر، دار الكتب العلمية بيروت-2/4)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *