প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / ‘আমি তোকে মন থেকে তালাক দিয়া দিছি’ বলার দ্বারা কি তালাক পতিত হবে?

‘আমি তোকে মন থেকে তালাক দিয়া দিছি’ বলার দ্বারা কি তালাক পতিত হবে?

প্রশ্ন

আসসালামু ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

হযরত, কেমন আছেন?

আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।

তালাক সংক্রান্ত একটি মাসআলা জানতে চাচ্ছি।

ঘটনা হল আমার এক বোনের। বেশ কিছু দিন যাবৎ বোনের স্বামীর বড় ভাইয়ের বউ এর সাথে বোনের ঝগড়া ও কথা-কাটাকাটি হচ্ছিল।

বোনের স্বামী বর্তমানে বিদেশে আছেন। বড় ভাইয়ের বউয়ের সাথে ঝগড়ার বিষয় নিয়ে বোন ও তার স্বামীর মধ্যে গতকালকে খুব ঝগড়া হয়। এবং তারা স্বামী স্ত্রী একে অপরকে তুই তুকারি করে কথা বলেছে।

এমন সময় স্বামী স্ত্রীকে বলে ‘তুই আমার সাথে যে ব্যবহার করতেছিস তরে আমি আমার মনেত্তে তালাক দিয়ে দিছি। এখন তুই ইচ্ছে করলে চলেও যেতে পারিস’।

হযরত, এখন কি ফায়সালা হবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

উপরোক্ত কথোপকথনে স্ত্রীর উপর এক তালাকে রেজয়ী পতিত হয়েছে। সুতরাং তালাক দেবার পর থেকে ইদ্দতচলাকালীন তথা তিন হায়েজ শেষ হবার আগেই মৌখিকভাবে অথবা স্বামীস্ত্রীসূলভ আচরণ দ্বারা স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে। তবে ভবিষ্যতে স্বামী আর দুই তালাকের মালিক থাকবে।

 

من أقر بطلاق سابق يكون ذلك إيقاعا فى الحال (المبسوط للسرخسى، دار الكتب العلمية بيروت-4/109)

عن عبد الله وعن أناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم….. فإذا طلق واحدة أو ثنتين، فإما أن يمسك ويراجع بمعروف، وإ/ا يسكت عنها حتى تنقضى عدتها، فتكون بنفسها (السنن الكبرى للبيهقى، كتاب الرجعة، دار الفكر بيروت-11/281-282، رقم-15539)

وقعتا رجعيتين لو مدخولا بها كأنت طالق أنت طالق (رد المحتار، زكريا-4/463، كرتاشى-3/252)

إذا طلق الرجل امرأته تطليقة رجعية أو تطليقتين فله أن يراجعها فى عدتها رضيت بذلك أو لم ترض…… والرجعة أن يقول راجعتك، أو راجعت امراتى، أو يطأها أو يقبلها (الهداية-2/394-395، مجمع الأنهر-2/79)

إذا طلق الرجل امرأته تطليقة رجعية أو تطليقتين فله أن يراجعها فى عدتها رضيت بذلك أو لم ترض (الفتاوى الهندية-1/470، جديد-1/533)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *