প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / স্ত্রীকে উদ্দেশ্য করে ‘আজ থেকে তোমার সাথে কোন সম্পর্ক নেই’ বলার দ্বারা কি তালাক হয়?

স্ত্রীকে উদ্দেশ্য করে ‘আজ থেকে তোমার সাথে কোন সম্পর্ক নেই’ বলার দ্বারা কি তালাক হয়?

প্রশ্ন

From: অলি আহমদ
বিষয়ঃ সম্পর্ক
প্রশ্নঃ
আমি মোঃ ………. আমি বিয়ে করেছি তিন বৎসর. আমার বিবি ……… .বাড়ি বিক্রমপুর।

আমি একদিন আমার বিবিকে রাগ হয়ে বলে ছিলাম যে, তোমার সাথে আজ থেকে কোন সম্পর্ক নেই। তুমি কি চাও যে তোমার সাথে সম্পর্ক না থাকুক?

সেও রাগে বলছে: “হ্যা’।

পরে আমি বলেছি: “তোমার সাথে আজ থেকে কোন সম্পর্ক নাই”।

পরে আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে। সে তার ভুল বুঝতে পারছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি।

এটা কি তালাক হয়ে গেছে? ঘটনা আরও প্রায় ৬ মাস আগে। আমার উদ্দেশ্য ছিল তাকে ভয় দেখানো।  সে যেন ঐ কাজ না করে কখনো। আমার এখন কী করণীয়?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি তালাক দেবার নিয়তে উপরোক্ত কথা বলে থাকেন, তাহলে তালাক পতিত হবে। কিন্তু যদি তালাকের নিয়তে না বলা হয়ে থাকে, তাহলে তালাক হবে না। কারণ উপরোক্ত কথাটি তালাকের ক্ষেত্রে কেনায়ী তালাকের অন্তর্ভূক্ত।

আপনার বক্তব্য যদি সঠিক হয় যে, আপনি তালাক দেবার নিয়তে উপরোক্ত কথা বলেননি, তাহলে কোন তালাক পতিত হয়নি।

আপনারা স্বামী স্ত্রী হিসেবে বাকি আছেন। নতুন করে কোন কিছুই করতে হবে না।

لو قلا لها: لا نكاح بينى وبينك، أو قال: لم يبق بينى وبينك نكاح، يقع الطلاق إذا نوى (الفتاوى الهندية-1/375، جديد-1/443، قاضى خان على هامش الهندية-1/468، جديد-1/284، بزازية على هامش الهندية-4/194، جديد-2/128)

وفى شرح الطحاوى لا نكاح بينى وبينك…. وإن قال لم أرد به الطلاق أو لم تحضره النية لا يكون طلاقا (الفتاوى التاتارخانية-4/460، رقم-6669)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *