প্রশ্ন
আসসালামুআলাইকুম।
আমার একটি প্রশ্নের উত্তর পেলে কৃতঙ্গ থাকব। প্রশ্ন হল- ছেলে যদি তালাক নোটিশের ফাঁকা কাগজে শুধু সই করে। (মুখে উল্লেখ করেনি)। ছেলের সই ছাড়া যে নোটিসে আর কিছুই ছিল না। না প্রয়োজনীয় সাক্ষীর উপস্থিতি বা কারো সই। না ছিল তালাকের সংখ্যা উল্লেখ বা ছেলে-মেয়ে কারো নাম পরিচয় উল্লেখ কিছুই ছিল না ছেলের সই ছাড়া।
উক্ত সই কৃত ফাঁকা নোটিস টি সেই অবস্থায় কিছু সময় পর নষ্ট করা হয়। যা মেয়ে বা তার পরিবার জানে না।
ইসলাম অনুযায়ী এই অবস্থায় তালাক পতিত হয়েছে কি? হলে কত তালাক পতিত হয়েছে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উপরোক্ত বিবরণ অনুপাতে স্ত্রীর উপর কোন তালাকই পতিত হয়নি।
لا يقع من غير إضافة اليها (رد المحتار، زكريا-4/493، كرتاشى-3/273)
ومنها الإضافة إلى المرأة فى صريح الطلاق حتى لو أضاف الزوج صريح الطلاق إلى نفسه بأن قال: أنا منك طالق لا يقع (بدائع الصنائع، زكريا-3/222، البحر الرائق، زكريا-3/442، كويته-3/253، بزازية على هامش الهندية-4/171، جديد-1/112، تاتارخانية-4/419، رقم-6575)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com