প্রচ্ছদ / নফল ইবাদত / তাহাজ্জুদ পড়লে ইশার পর বিতর পড়া যাবে না?

তাহাজ্জুদ পড়লে ইশার পর বিতর পড়া যাবে না?

প্রশ্ন

আচ্ছা তাহাজ্জুদ নামাজ পড়লে এশা নামাজের পর কী বিতরের নামাজ পড়া যাবে না তাহাজ্জুদ নামাজের পর পড়তে হবে । আর তাহাজ্জুদ নামাজ সুন্নত না নফল আমি এক বইয়ে পড়েছি সুন্নত আরেক জায়গায় পড়েছি নফল আমাকে এর বিস্তারিত সমাধান দিলে উপকৃত হব ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

তাহাজ্জুদ নামায নফল বা সুন্নাতে জায়েদাহ বা অতিরিক্ত সুন্নাত। সুতরাং তাহাজ্জুদ নামাযকে সুন্নাত বলা বা নফল বলার মাঝে কোন সমস্যা নেই।

তাহাজ্জুদ নামাযের পর বিতর নামায পড়া উত্তম। সুতরাং কেউ তাহাজ্জুদ পড়া নিশ্চিত হলে তাহাজ্জুদের পরই বিতর পড়বে। এটা উত্তম।

কিন্তু এর মানে এই নয় যে, ইশার পর বিতর পড়া যাবে না। তাহাজ্জুদ নামায পড়লেও ইশার পরই বিতর নামায পড়াতে কোন সমস্যা নেই।

 

وهذه يفيد أن هذه السنة تحصل بالتنفل بعد صلاة العشاء قبل النوم (رد المحتار، زكريا-2/467)

ويستحب فى الوتر لمن يألف صلاة الليل آخر الليل فإن لم يثق بالإنتباه أوتر قبل النوم (هداية-1/84، الدر المختار مع رد المحتار، زكريا-2/28، بيروت-2/26)

 

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *