প্রচ্ছদ / কাফন-দাফন-জানাযা / মৃতের পাশে কুরআন তিলাওয়াত করার হুকুম কী?

মৃতের পাশে কুরআন তিলাওয়াত করার হুকুম কী?

প্রশ্ন

হযরত মৃত ব্যক্তি কে সামনে রাখিয়া কোরআন শরীফ পড়ার বিধান কি? মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর সামনে রাখিয়া কোরআন পড়া যাবে কিনা?

উত্তর

بسم الله الرحمن الرحيم

গোসল দেয়ার আগে পড়া যাবে না। গোসল দেয়ার পর পড়া যাবে।

وكره قراءة القرآن عنده إلى تمام غسله (رد المحتار، زكريا-3/85ـ، كرتاشى-3/81، الفتاوى الهندية-1/157، البحر الرائق، زكريا-171، حاشية الطحطاوى على المراقى الفلاح-308، كبيرى-577)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *