প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / মেয়ের সাথে যিনা করলে স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক বাকি থাকে কি?

মেয়ের সাথে যিনা করলে স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক বাকি থাকে কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

আমাদের এলাকায় এক ব্যক্তি তার মেয়ের সাথে যিনা করেছে, এখন মুহতারামের  কাছে আমার জানার বিষয় হল ওই ব্যক্তির স্ত্রীর সাথে কি তার বৈবাহিক সম্পর্ক বহাল থাকবে?

(নামটি উহ্য রাখা হলো)

রংপুর

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

উক্ত নিকৃষ্ট ও চরম ঘৃণিত কাজ করার দ্বারা উক্ত লোকের স্ত্রীর সাথে সম্পর্ক আজীবনের জন্য হারাম হয়ে গেছে। আর কোনভাবেই তার স্ত্রীর সাথে স্ত্রীসূলভ আচরণ বা ঘর সংসার করার কোন সুযোগ নেই। স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেছে।

لو وطئ أم امرأته أو بنتها حرمت عليه امرأته (بزازية على هامش الهندية-4/112، بزازية جديد-1/76، رد المحتار، زكريا-4/112، كرتاشى-3/32، الفتاوى الهندية-1/274، جديد-1/339)

حرمة المرأة على اصول الزانى، وفروعه نسبا، ورضاعا وحرمة أصولها، وفروعها على الزانى نسبا ورضاعا (رد المحتار، زكريا-4/107، كرتاشى-3/32)

ومن زنا بامرأة حرمت عليه أمها، وبنتها (هداية، اشرفى-2/309)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *