প্রচ্ছদ / প্রশ্নোত্তর / আবু বকর রাঃ সাদৃশ্য গ্রহণ করে ফেরেশতাগণ কি চটের জামা পরিধান করেছিলেন?

আবু বকর রাঃ সাদৃশ্য গ্রহণ করে ফেরেশতাগণ কি চটের জামা পরিধান করেছিলেন?

প্রশ্ন

বক্তাদের মুখে প্রায়ই হযরত আবূ বকর সিদ্দীক রাঃ এর ফাযায়েল বলতে গিয়ে শুনা যায় যে, একদা হযরত আবূ বকর সিদ্দীক রাঃ নিজের সব কিছু দান করে দেন। ফলে তার সতর ঢাকার মতোও কোন কাপড় ছিল না। তাই তিনি চটের জামা পরিধান করেন।

তখন আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম চটের জামা পরিধান করে আসমান থেকে নেমে আসেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চটের জামা পরিধানের কারণ জিজ্ঞাসা করলে, জিবরাঈল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করেছেন, যেন সমস্ত ফেরেশতাগণ আসমানে ঐ পোষাক পরিধান করে, যা জমিনে আবূ বকর সিদ্দীক রাঃ পরিধান করেছেন।

আমার জানার বিষয় হলো, উপরোক্ত ঘটনার সত্যতা কতটুকু? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

হাদীসটির আরবী পাঠ হলো:

عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ‌هَبَطَ ‌عَلَيَّ ‌جِبْرِيلُ وَعَلَيْهِ طِنْفِسَةٌ وَهُوَ مُتَجَلِّلٌ بِهَا، فَقُلْتُ يَا جِبْرِيلُ مَا نَزَلَتْ إِلَيَّ فِي مِثْلِ هَذَا الزِّيِّ؟ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى أَمَرَ الْمَلائِكَةَ أَنْ تُجَلِّلَ فِي السَّمَاءِ كَتَجَلُّلِ أَبِي بَكْرٍ فِي الأَرْضِ

উক্ত ঘটনা সম্পর্কিত বর্ণনাকে জালালুদ্দীন সুয়ূতী রহঃ, ইমাম ইবনে আররাক এবং অন্যান্য মুহাদ্দিসীনে কেরাম বানোয়াট ও মনগড়া বলে মন্তব্য করেছেন। [আললাআলিউল মাছনূআহ ফিল আহাদীসিল মাওযূআহ, সুয়ূতীকৃত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বাইরুত-১/২৬৯, তানযীহুশ শরীয়াতিল মারফূআহ, ইবনে আররাক আলকিনানীকৃত, দারুল কুতুবিল ইসলমিয়্যাহ বাইরুত-১/৩৪৩, আলফাওয়ায়েদুল মাজমূআ ফিল আহাদীসিল মাওযূআহ, আল্লামা শাওকানীকৃত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ বাইরুত-৩৩২]

আল্লামা ইবনুল জাওযী রহঃ বলেন,

هَذَا مِمَّا عملته يَد الْأُشْنَانِي….. وَكَانَ مَعَ كَونه يضع الحَدِيث جَاهِلا بِالنَّقْلِ بَعيدا عَن مَعْرفَته

 ছাবেত আশনানী নিজ পক্ষ থেকে এ হাদীস বানিয়েছে। এ ব্যক্তি হাদীস বানানোর দোষে দোষী হবার সাথে সাথে হাদীস বর্ণনা এবং হাদীসের হাকীকত বিষয়ে নিতান্ত মূর্খ ছিল। [কিতাবুল মাওযূআত, ইবনুল জাওযীকৃত-১/৩১৪]

সুতরাং এ বানোয়াট বর্ণনা বয়ান করা বা বিশ্বাস করা কোনভাবেই জায়েজ নেই।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *