প্রশ্ন
প্রশ্নকারীর নাম: Azad
ঠিকানা: Mymensingh
জেলা/শহর: Maskanda
দেশ: Bangladesh
প্রশ্নের বিষয়: হজ্জে কিরান
বিস্তারিত:
—————-
প্রশ্ন: জনাব মুফতী সাহেবের নিকট জানার বিষয় হলো,এক ব্যাক্তি,হজ্জে কেরানের উদ্দেশ্য নিয়ত করেন,কিন্তু তিনি শুধু উমরা আদায় করেই হালাল হয়ে যান,
এখন জানার বিষয় হচ্ছে,উমরা ও হজ্জ উভয়ের নিয়ত করে শুধু ওমরা করে হালাল হয়ে গেলে তার উপর কি জরিমানা আসবে? যদি আসে তাহলে কোন প্রকারের জরিমানা আসবে?
জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
উক্ত ব্যক্তির হজ্জে কিরান বাতিল হয়ে গেছে। তার উপর একটি ‘দম’ দেয়া আবশ্যক।
وَإِنْ أَتَى بِأَفْعَالِ الْعُمْرَةِ بِكَمَالِهَا إلَّا أَنَّهُ مَمْنُوعٌ مِنْ التَّحَلُّلِ عَنْهَا لِكَوْنِهِ مُحْرِمًا بِالْحَجِّ، فَيَتَوَقَّفُ تَحَلُّلُهُ عَلَى فَرَاغِهِ مِنْ أَفْعَالِهِ أَيْضًا شَرْحُ اللُّبَابِ (قَوْلُهُ وَلَزِمَهُ دَمَانِ) لِجِنَايَتِهِ عَلَى إحْرَامَيْنِ بَحْرٌ وَهُوَ الظَّاهِرُ (رد المحتار، كتاب الحج، باب الالقران هو افضل، زكريا-3/556، كرتاشى-2/532)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]