প্রচ্ছদ / প্রশ্নোত্তর / দিন বড় হলে সেই সাথে প্রচন্ড গরম অবস্থায় রোযা রাখলে কি সওয়াব বেশি হবে?

দিন বড় হলে সেই সাথে প্রচন্ড গরম অবস্থায় রোযা রাখলে কি সওয়াব বেশি হবে?

প্রশ্ন

দিন বড় হলে সেই সাথে প্রচন্ড গরম অবস্থায় রোযা রাখলে কি সওয়াব বেশি হবে?

জবাব

بسم الله الرحمن الرحيم

যে সময় রোজা রাখা বেশি কষ্টকর হয়, সে কষ্ট অনুপাতে সওয়াবও ইনশাআল্লাহ বেশি হবে।

কারণ اجرك على قدر تبعكতথা আনুগত্ব অনুপাতে সওয়াব হয়। {কাশফুল খাফা-১/৪৯, হরফ জিমের সাথে হামযা, নং-১১২}

এছাড়া ইফতারের সময় রাসূল সাঃ এর নিম্নোক্ত দুআ পড়ার দ্বারাও তাই প্রমাণ হয়। দুআটি হল-

كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا أَفْطَرَ قَالَ « ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

অর্থাৎ রাসূল সাঃ যখন ইফতার করতেন, তখন বলতেন- তৃষ্ণা নিবারিত হল, আর লোমকূপ সিক্ত হল, আর সওয়াবও নির্ধারিত হল ইনশাআল্লাহ। {সুনানে আবু দাউদ, হাদীস নং-২৩৫৯, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৫৩৯৫, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৫, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৭৯২২, শুয়াবুল ঈমান, হাদীস নং-৩৯০২}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *