প্রশ্ন
আসসালামু আলাইকুম
অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিচে আমি যে প্রশ্নটা করবো সেটা আগেও দু-তিনজন মুফতী সাহেবকে জিজ্ঞেস করেছি। কিন্তু তারা একেকজন একেক উত্তর দিয়েছেন। এত মত হলে আমি কোনটা মানবো সেটাই বুঝে উঠতে পারছিনা।
প্রশ্নঃ স্বামী তার স্ত্রীকে তালাক না দিয়েও বান্ধবীর কাছে বলেছে যে, সে স্ত্রীকে তালাক দিয়েছে। আর ঐ সময় তার কোনো নিয়তও ছিলনা। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তালাক পতিত হবে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না, এর দ্বারা দ্বিয়ানাতান কোন তালাক পতিত হয়নি।
ولو أقر بالطلاق هازلا أو كاذبا، وقع قضاء……. لو أراد به الخبر عن الماضى كذبا لا يقع ديانة، وإن أشهد قبل ذلك لا يقع قضاء (رد المحتار، زكريا-4/443، كرتاشى-3/238، بزازية على هامش الهندية-4/178، جديد-1/116)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]