প্রচ্ছদ / প্রশ্নোত্তর / জমি ক্রয়ের জন্য অগ্রিম প্রদানকৃত টাকার যাকাত দিতে হবে?

জমি ক্রয়ের জন্য অগ্রিম প্রদানকৃত টাকার যাকাত দিতে হবে?

প্রশ্ন

প্রশ্নকারীর নাম: শফিকুল ইসলাম

ঠিকানা: কাশিমপুর, গাজীপুর

জেলা/শহর: গাজীপুর

দেশ: Bangladesh

প্রশ্নের বিষয়: যাকাত

বিস্তারিত:
—————-
আসসালামু আলাইকুম। আমি বসবাসের জন্য বসত ভিটা ক্রয়ের উদ্দেশ্য একজনকে ১২ লাখ টাক দিয়েছি প্রায় ১ বছর হল কিন্তু উনি এখনো জমি রেজিষ্ট্রি করে দেয়নি , হয়তবা ১/২ মাসের মধ্যে দিবে, এখন কি এই টাকার উপর আমার যাকাত দিতে হবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না। দিতে হবে না।

যেহেতু ক্রয়ের উদ্দেশ্যে বিক্রেতাকে জমির মূল্য হিসেবে টাকা প্রদান করা হয়ে গেছে। তাই এ টাকা আর ফেরত নিতে পারবেন না। এর মালিকানা আপনার হাতে নেই। উক্ত টাকার মালিক জমি বিক্রেতা হয়ে গেছে।

সুতরাং উক্ত টাকার উপর আপনার উপর তথা ক্রেতার উপর আসবে না। বরং বিক্রেতা যিনি টাকা গ্রহণ করেছেন, তার উপর এর যাকাত আবশ্যক হবে।

إذا عجل الأجرة، لا يملك الاسترداد (رد المحتار، كرتاشى-6/10)

وفى العتابية، وإذا عجل الأجرة إلى ربها لا يملك الاسترداد (البحر الرائق، زكريا-8/9، كويته-8/5)

ومنها الملك التام، هو ما اجتمع فيه الملك واليد،وأما إذا وجد الملك دون اليد كالصداق قبل القبض، أو وجد اليد دون الملك كملك المكاتب والمديون لا تجب فيه  الزكاة الخ (الفتاوى الهندية-1/172، جديد-1/233، الجوهرة النيرة-1/139)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *