প্রচ্ছদ / প্রশ্নোত্তর / মৌখিক বিয়ের মোহর ও কাবিননামায় মোহরানার পরিমাণ ভিন্ন হলে কোন মোহর আদায় আবশ্যক?

মৌখিক বিয়ের মোহর ও কাবিননামায় মোহরানার পরিমাণ ভিন্ন হলে কোন মোহর আদায় আবশ্যক?

প্রশ্ন

From: MD HAFEG MOSTUFA
বিষয়ঃ বিয়ে এবং দেনমোহর।

প্রশ্নঃ
আমি ১টি মেয়েকে পছন্দ করি এবং মেয়েও আমাকে পছন্দ করে{আমরা ২জনই প্রাপ্ত বয়স্ক}।এখন আমরা বিয়ে করার নিয়তে,বালেগ ২জন বন্ধুর সামনে আমি {ছেলে} তাকে {মেয়েকে} বলব, আমি তোমাকে৫হাজার টাকা দেনমোহর ধার্য করিয়া মোহাম্মদী শর্ত অনুযায়ী বিবাহের প্রস্তাব দিলাম।তুমি রাজি? মেয়ে বলবে, আমি রাজি। আমি আপনার প্রস্তাব গ্রহন করলাম। তারপর আমরা ২জনের পারিবারিকভাবে  শুধু ডকোমেন্ট করবো আর বিবাহ পড়াইব না এবং সেখানে  মেয়ের অভিবাবক প্রায় এক লক্ষটাকা { কিছু কম বেশী হইতে পারে}   দেনমোহর দিবে। এই বিষয়ে মেয়ে  রাজি আছে যে, ডকোমেন্টে যদিও বেশী টাকা লিখা হয় তা আমাকে দিতে হবে না। আমাকে ৫হাজার টাকাই দিবেন {যা  বিবাহ পড়ানোর সময় উল্লেখ করা হইবে} শর্ত হল, যদি জায়েজ হয়।

কিন্তু আমরা দুইজনেই আমার {অর্থাৎ মেয়ের} অভিবাবকের মন রক্ষার জন্য সেখানে{ডকুমেন্টে} স্বাক্ষর করব।

এখন প্রশ্ন হল।

১ এইভাবে আমাদের বিবাহ সহিহ হইবে কিনা?

২ বিয়া সহিহ হইলে দেনমোহর ৫হাজার টাকা আদায় করতে হবে নাকি ডকুমেন্টে যা উল্লেখ করা হবে তা  আদায় করতে হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

১ নং এর উত্তর

বিবাহটি শুদ্ধ হয়ে যাবে।

فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9)

 

২ নং এর উত্তর

শুধুমাত্র পাঁচ হাজার টাকা মোহর আদায় করলেই হবে।


وإذا تزوجها بألف درهم، ثم جدد العقد بألفى درهم، فعلى قول أبى حنيفة رح، وأبى يوسف لا تثبت الزيادة، وكون مهرها ألف درهم وعلى قول محمد رح، تثبت ويكون مهرها ألفى درهم، وفى الظهيرية: قال بعض مشائخنا: المختار عندنا أن تلزمه الألف الثانية (تاتارخانية، كتاب النكاح، الفصل السابع عشر فى المهر-4\184-185، رقم-5914)

وفى الكافى: جدد النكاح بزيادة ألف لزمه ألفان على الظاهر

حاصل عبارة الكافى: تزوجها فى السر بألف، ثم فى العلانية بألفين ظاهر المنصوص فى الأصل أنه يلزم الألفان ويكون زيادة فى المهر، وعند أبى يوسف المهر هو الأول، لأن العقد الثانى لغو، فيلغو ما فيه، وعند الإمام أن الثانى، وإن لغا لا يلغوا ما فيه من الزيادة (الدر مع رد المحتار، كتاب النكاح، باب المهر-4\247)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

One comment

  1. আপনাদের ট্যাগগূলো অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিক নয়। যার কারণে এক মাসায়েল জানতে চেয়েছি। আরেকটি পেয়েছি। দয়া করে আপনাদের মত গ্রহণযোগ্য সাইটে এভাবে পাঠক আনবেন না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *