প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / বিবাদের কারণে এক মসজিদের পাশে আরেক মসজিদ নির্মাণ করার হুকুম কী?

বিবাদের কারণে এক মসজিদের পাশে আরেক মসজিদ নির্মাণ করার হুকুম কী?

প্রশ্ন

মেইন রোডের পাশে একটি মসজিদ। মসজিদের মুসল্লিদের মাঝে ঝগড়া হয়েছে। এ নিয়ে তুমুল ঝগড়ার পর কিছু মুসল্লি রাস্তার অপর পাশে আরেকটি মসজিদ নির্মাণ করছে।

এখন আমার জানার বিষয় হলো, এভাবে ঝগড়া করে, এক মসজিদের  কাছকাছি আরেক মসজিদ  নির্মাণ করা জায়েজ আছে কি না? দয়া করে একটু দ্রুত জানালে কৃতার্থ হবো।

উত্তর

بسم  الله الرحمن الرحيم

না। এভাবে এক মসজিদের পাশে আরেক মসজিদ নির্মাণ করা জায়েজ নয়। যারা নির্মাণ করবে, তারা গোনাহগার হবে। তবে যদি মসজিদ নির্মাণ করে ফেলে তাহলে সেটিকে মসজিদ হিসেবে সম্মান করা এবং তা আবাদ রাখা জরুরী। যদিও এর নির্মাতাগণ মসজিদ  নির্মাণের সওয়াব থেকে বঞ্চিত হবে।

 

وروى عن عطاء لما فتح الله الأمصار على عمر رضى الله عنه أمر المسلمين أن يبنوا المساجد، وأن لا يتخذوا فى مدينة مسجدين يضار أحدهما صاحبه (روح المعانى، زكريا-7/31، تحت رقم الآية: 108، من سورة التوبة، تفسير الخازن-2/407، قديم-2/266، تفسير الكشاف-2/310)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *