প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / গালের উপড়ের দাড়ি ছাটা বা কাটা যাবে কি?

গালের উপড়ের দাড়ি ছাটা বা কাটা যাবে কি?

প্রশ্ন

গালের উপড়ের দাড়ি ছাটা বা কাটা যাবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

গালের উপরে থাকা চুল দাড়ি নয়। তাই তা ছাটা ও কাটা উভয়ই জায়েজ।

ولا يلحق شعر حلقه، وعن أبى يوسف لا بأس بذلك، ولا بأس بأخذ الحاجبين، وشعر وجهه مالم يتشبه بالمخنث )الفتاوى الهندية، زكريا قديم-5\358، جديد-5\414، حاشية الطحطاوى على مراقىل الفلاح-526، رد المحتار، زكريا-9\583، كرتاشى-6\407

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ চৌধুরী বাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *