প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / বিধর্মীদের ধর্মীয় উপসনালয় নির্মাণ ও ধর্মীয় উৎসব আয়োজনে অনুদান দেয়া যাবে কি?

বিধর্মীদের ধর্মীয় উপসনালয় নির্মাণ ও ধর্মীয় উৎসব আয়োজনে অনুদান দেয়া যাবে কি?

প্রশ্ন

হিন্দুদের ধর্মীয় প্রার্থনালয় যেমন মন্দির গীর্জায় অর্থ সহায়তা করার হুকুম কী? হিন্দুদের ধর্মীয় উৎসবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার হুকুম কী? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

জায়েজ নেই। এমনটি করা মুসলমানদের জন্য মারাত্মক গোনাহের কাজ।

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ ﴿المائدة: ٢

عن الإمام القرافى أنه أفتى بأنه لا يعاد ما انهدم من الكنائس، وأن من ساعد على ذلك، فهو راض بالكفر والرضا بالكفر كفر (رد المحتار، زكريا-6/330، كرتاشى-4/205)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

গর্ভবতী স্ত্রীকে তিন তালাক দিলে স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনবে?

প্রশ্ন সময় নস্ট করার জন্য দু:খিত প্রশ্নটি হল একজন তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *