প্রচ্ছদ / প্রশ্নোত্তর / বিক্রির উদ্দেশ্যে খামারে বাড়িতে লালনপালন করা গরু ছাগলের উপর কি যাকাত আসবে?

বিক্রির উদ্দেশ্যে খামারে বাড়িতে লালনপালন করা গরু ছাগলের উপর কি যাকাত আসবে?

প্রশ্ন

কোন ব্যক্তি যদি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে / খামারে এক বা একাধিক গরু – ছাগল লালনপালন করেন তাহলে বছর শেষে এই বিদ্যমান গরু ছাগল ব্যবসায়িক পন্য হিসাবে যাকাতের নেসাবের অন্তর্ভুক্ত হবে কি না?

প্রশ্নকর্তা: Elias Mohammad Hossain

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ। উক্ত পশুগুলোকে ব্যবসায়িক পণ্য হিসেবে ধরা হবে, এবং এসবের মূল্যের উপর যাকাত আবশ্যক হবে।

 

عَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ فِيمَا كَانَ ‌مِنْ ‌مَالٍ ‌فِي ‌رَقِيقٍ أَوْ فِي دَوَابَّ، أَوْ بَزٍّ يُدَارُ لِتِجَارَةٍ، الزَّكَاةُ كُلَّ عَامٍ

হযরত আব্দুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, প্রতিটি ঐ সম্পদ, যা ক্রীতদাস, অথবা গৃহপালিত পশু, অথবা কাপড়, গৃহসমাগ্রী সংশ্লিষ্ট বস্তু যদি ব্যবসার উদ্দেশ্যে হয়, তাহলে প্রতি বছর তার উপর যাকাত আসবে। [মুসান্নাফ আব্দুর রাজ্জাক-৪/৯৭, হাদীস নং-৭১০৩]

 

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: أَمَّا بَعْدُ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُنَا أَنْ نُخْرِجَ الصَّدَقَةَ مِنَ الَّذِي ‌نُعِدُّ ‌لِلْبَيْعِ

সামুরা ইব্‌ন জুন্‌দুব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাদেরকে ব্যবসায়ের উদ্দেশ্যে খরিদকৃত পণ্যের যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। [সুনানে আবূ দাউদ, হাদীস নং-১৫৬২]

فَإِنْ كَانَتْ لِلتِّجَارَةِ ‌فَحُكْمُهَا ‌حُكْمُ ‌الْعُرُوضِ يُعْتَبَرُ أَنْ تَبْلُغَ قِيمَتُهَا نِصَابًا سَوَاءٌ كَانَتْ سَائِمَةً أَوْ عَلُوفَةً (الفتاوى الهندية-1\178، تبيين الحقائق-2\77، البحر الرائق-2\938)

وينظر فى السائمة إلى كمال النصاب……. وينظر إلى قيمتها إن اراد بها التجارة، فإن كانت أقل من مائتى درهم، لم تجب الزكاة، وإن كان العدد كاملا الخ (المبسوط للسرخسى-1\238)

وما اشتراه لها اى للتجارة كان لها لمقارنة النية لعقد التجارة (رد المحتار، كتاب الزكاة، قبيل باب السوائم-3\193)

والأصل أنه ما عدا الحجرين والسوائم إنما يزكى بنية التجارة (رد المحتار-3\194)

الزكاة واجبة فى عروض التجارة كائنة ما كانت إذا بلغت قيمتها نصابا من الورق والذهب (هندية-1\179، جديد-1\241)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভাড়া বাসায় স্বামী মারা গেলে স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে?

প্রশ্ন এক ব্যক্তির দুই স্ত্রী। এক স্ত্রী তার গ্রামের বাড়ি থাকে, আরেক স্ত্রী ঢাকা ভাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *