প্রশ্ন
১টি গরুতে ৫জন অংশিদার কিন্তু এই ৫জন অংশিদারের মধ্যে একজন অংশিদারের অবস্থা হলো- যার দুই ছেলে [সমান বা কম বেশি] টাকা দিয়ে তার বাবার নামে একটি অংশিদার হয়েছেন। এবং দুই ভায়ের সংসারও পৃথক।
এখন আমার প্রশ্ন হলো-
উপরোক্ত দুই ভায়ের টাকায় তার বাবার নামে একটা অংশ হওয়াতে কি সবার কুরবানি বৈধ হবে?
ফিকাহ ও হাদিসের আলোকে জানালে উপকৃত হতাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
এক অংশে দুইজন শরীক হওয়ায় উক্ত কুরবানীটি শুদ্ধ হয়নি। কারণ, এক অংশে একজনই অংশীদার হতে পারে।
এ কারণে বাকি অংশীদারদের কুরবানীটিও বাতিল হয়ে যাবে। [কিতাবুন নাওয়াজেল-১৪/৫৩২]
তবে যদি দুই ভাই মিলে এক অংশের টাকার মালিক বাবাকে বানিয়ে দেয়, কিংবা দুইজনের একজনকে টাকার মালিক বানিয়ে দেয়, তারপর তিনি তার নিজের পক্ষ থেকে কিংবা বাবার পক্ষ থেকে কুরবানী করে, তাহলে উক্ত কুরবানীটি শুদ্ধ।
কারণ, তখন এক অংশে একজনই অংশীদার হচ্ছে।
যা প্রশ্নে উল্লেখিত সূরতে হয়নি। এ কারণে প্রশ্নে উল্লেখিত সূরতে কুরবানী শুদ্ধ হয় না।
عَنْ جَابِرٍ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهِلِّينَ بِالْحَجِّ: «فَأَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْتَرِكَ فِي الْإِبِلِ وَالْبَقَرِ، كُلُّ سَبْعَةٍ مِنَّا فِي بَدَنَةٍ»
হযরত জাবের বিন সামরা রাঃ থে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল সাঃ এর সাথে হজ্ব থেকে হালাল হতে গেলাম। তখন তিনি আমাদের আদেশ করলেন একটি উট ও একটি গরুতে সাতজন করে শরীক হতে। {সহীহ মুসলিম, হাদীস নং-১৩১৮}
ولو لأحدهم أقل من سبع لا يجز عن أحد (الدر المختار مع رد المحتار-9/457)
واذا كان الشركاء فى البدنة أو البقرة ثمانية لا يجزئهم، لأن نصيب أحدهم أقل من السبع (الفتاوى التاتارخانية، كتاب الأضحية، الفصل الثامن فيما يتعلق بالشركة فى الضحايحا-17/453، رقم-2780)
ولا يجوز بعير واحد ولا بقرة واحدة عن أكثر من سبعة، ويجوز ذلك عن سبعة أو أقل من ذلك، وهذا قول عامة العلماء… والصحيح قول العامة لما روى عن رسول الله صلى الله عليه وسلم: البدنة تجزئ عن سبعة والبقرة تجزئ عن سبعة…. ولأن القياس يأبى جوازها عن أكثر من واحد لما ذكرنا أن القربة فى الذبح، وأنه فعل واحد لا يتجزأ، لكنا تركنا القياس بالخبر المتقتضى للجواز عن سبعة مطلقا، فيعمل بالقياس فيما وراءه، لأن البقرة بمنزلة سبع شياه (بدائع الصنائع-4\206-207)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]