প্রশ্ন
From: মুঃ ইব্রাহিম শেখ
বিষয়ঃ মসজিদ
প্রশ্নঃ
আস সালামু আলায়কুম,
আমাদের কে সরকার থেকে ভর্তুকি দিয়ে কেরসিন তেল দেয় । তার জন্য প্রতি জনের রেশন কার্ড ও আছে । এই তেল সরকারের প্রতিনিধি হিসাবে রেশন ডিলার গন সরকারি দরে বণ্টন করেন । বেশ কয়েক বছর আগে আমাদের গ্রামের মাতব্বর গন এই ডিলার কে বলে যে মসিজদ কে ভরতুকি দরে কেরসিন দিতে হবে । সেই ডিলার মসজিদ কে কেরসিন দেয় । মসজিদ কমিটিও প্রতি সপ্তাহে কেরসিন জমা করে , এবং অনেক কেরসিন জমা করে বাজার দরে বিক্রি করে , বেশ ভালই মুনাফা হয় । তাছাড়া ঐ কেরসিন গরম কালে মসজদের ডায়নামো চালায়ে নামাজ ও পড়া হয় ।
প্রশ্ন হল এই কেরসিন কি মসজিদ নিতে পারে ? যেহেতু মসজিদের নামে সরকার প্রদত্ত কোন রেশন কার্ড নাই ।
যদিও এখন সেই রেশন ডিলার কে জিজ্ঞাসা করলে সে বলে আমি স্বেচ্ছাই দিই ।
অথছ এই কেরসিন তার নিজের ও না । মানুষের নাম ভিত্তিক কেরসিন আসে । সে কিভাবে স্বেচ্ছাই দিতে পারে ? আবার যদি সে বিনা পইসায় দিত তাও না , ভর্তুকি দরে পইসা নেই । তাছাড়া তার নিজের জিনিস ছাড়া দান করা ও চলেনা ।
দয়া করে সমাধান দিবেন ।
ইব্রাহিম সেখ
কাপাসডাঙ্গা
বেলডাঙ্গা
মুর্শিদাবাদ
ভারত
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সরকারী রেশন ডিলারের জন্য যথার্থ হকদারকে উক্ত কেরোসিন না দিয়ে অন্যত্র দেয়া যেমন খেয়ানতের গোনাহগার হচ্ছে। তেমনি মসজিদ কর্তৃপক্ষ জেনে শুনে অবৈধ তেল গ্রহণ করেও গোনাহগার হচ্ছে।
মসজিদে এমন হারাম উপায়ে অর্থ গ্রহণ সম্পূর্ণরূপে নাজায়েজ। তাই এহেন কাজ থেকে মসজিদ কর্তৃপক্ষে দ্রুত বিরত থাকা আবশ্যক।
لا يجوز لأحد أن يتصرف فى ملك الغير بغير إذنه (شرح المجلة-1\61، رقم-96)
لا يجوز لأحد أن يأخذ مال أحد بلا سبب شرعى (قواعد الفقه-110، رقم-269، الموسوعة الفقهية الكويتية-21\112، 28\264، 37\354، مجلة الأحكام العدلية-1\27)
ما حرم أخذه حرم إعطائه الخ (الأشباه والنظائر، قديم-229)
لا يجوز لأحد من المسلمين أخذ مال أحد بغير سبب شرعى (الفتاوى الهندية، قديم-2\167، جديد-1\181، البحر الرائق-5\68، رد المحتار، زكريا-6\106، كرتاشى-4\61)
اما لو أنفق فى ذلك مالا خبيثا ومالا سببه الخبيث والطيب فيكره، لأن اللع تعالى لا يقبل إلا الطيب، فيكره تلويث بيته بما لا يقبله (رد المحتار، كتاب الصلاة، باب ما يفسد الصلاة وما يكره فيها قبيل مطلب فى أفضل المساجد، زكريا-2\431، كرتاشى-1\658)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী, নরসিংদী।
ইমেইল– [email protected]