প্রচ্ছদ / প্রশ্নোত্তর / পন্যক্রয় বাবদ পরিশোধযোগ্য অর্থ দেবার আগে বছর অতিক্রান্ত হলে এর উপর যাকাত আবশ্যক হবে কি?

পন্যক্রয় বাবদ পরিশোধযোগ্য অর্থ দেবার আগে বছর অতিক্রান্ত হলে এর উপর যাকাত আবশ্যক হবে কি?

প্রশ্ন

আস্সালামু আলাইকুম।

আমরা জমানো টাকা থেকে একটা জমি ক্রয়ে জন্য এই মাসে একটা বায়না দলিল করি এবং জমির মোট মূল্যের চার ভাগের এক ভাগ পরিশোধ করি। এবং দলিল অনুয়ায়ী বাকী অংশ আগামী জুন মাসে পরিশোধ করতে হবে।

বাকী অংশ আমার ব্যাংকে জমা আছে, যেহেতু আমি দলিল চুক্তি অনুয়ায়ী জমির মালিকের কাছে বাকী টাকা প্রদানে দায়বদ্ধ এবং টাকা আমার ব্যাংকে আছে, সেক্ষেত্রে কি এই জমানো টাকার উপর যাকাত দিতে হবে?

উত্তর দিয়ে বাধিত করবেন।

আল্লাহ হাফেজ

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

ব্যাংকে রাখা টাকা পরিশোধের আগেই যদি নেসাবের মালিক হিসেবে আপনার উপর বছর অতিক্রান্ত হয়ে থাকে, তাহলে উক্ত টাকার যাকাতও আদায় করতে হবে।

إذا امسكه لينفق منه كل ما يحتاجه فحال الحول، وقد بقى معه منه نصاب فإنه يزكى ذلك الباقى، وإن كان قصده الإنفاق منه أيضا فى المستقبل لعدم استحقاق صرفه إلى حوائجه الأصلية وقت حولان الحول (رد المحتار، كتاب الزكاة، مطلب فى زكاة ثمن المبيع وفاء، زكريا-3\179، كرتاشى-2\262)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *