প্রচ্ছদ / প্রশ্নোত্তর / উমরা করার সময় ‘হলক’ না করে হোটেলে চলে আসলে কী জরিমানা আবশ্যক হয়?

উমরা করার সময় ‘হলক’ না করে হোটেলে চলে আসলে কী জরিমানা আবশ্যক হয়?

প্রশ্ন

আমার এক আত্মীয় উমরা করতে গিয়েছে। সায়ী শেষ করার পর হলক না করেই সে হোটেলে চলে গেছে। এক্ষেত্রে কী তার উপর দম বা কোন প্রকার জরিমানা আবশ্যক হবে?

দয়া করে জানালে কৃতার্থ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি উক্ত ব্যক্তি ইহরাম না  খুলে থাকে, এবং ইহরামে থাকা অবস্থায় যেসব কাজ করা নিষিদ্ধ এমন কোন কাজ না করে থাকে, তাহলে তার উপর কোন প্রকার দম বা জরিমানা আবশ্যক নয়।

বরং তার উপর আবশ্যক হলো, হরমের সীমানায় এসে হলক করে হালাল হয়ে যাওয়া।

قال صاحب الهداية : ومن اعتمر فخرج من الحرم وقصر فعليه دم عند أبي حنيفة ومحمد الخ (البحر العميق ص ۱۸۱۰، ۱۸۱۱، ط:المکتبة المکية مکة المکرمة)،

فى الدر المختار:  أوحلق في حل بحج ……أو عمرة لاختصاص الحلق بالحرم، لا دم في معتمر خرج ثم رجع من حل إلی الحرم ثم قصر،

وفي رد المحتار: قوله:”أو حلق في حل بحج أو عمرة“: أي: يجب دم لو حلق للحج أو العمرة فی الحل لتوقته بالمکان، وهذا عندهما خلافاً للثاني (الدر المختار مع رد المحتار، کتاب الحج، باب الجنايات-3\584، زكريا)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *