প্রচ্ছদ / প্রশ্নোত্তর / আলেম কবরের পাশ দিয়ে হেঁটে গেলে উক্ত কবরের আযাব চল্লিশ দিন মাফ?

আলেম কবরের পাশ দিয়ে হেঁটে গেলে উক্ত কবরের আযাব চল্লিশ দিন মাফ?

প্রশ্ন

From: মাহফুজ আহমেদ
বিষয়ঃ abcd

প্রশ্নঃ
Recently আমাদের এখানে ওয়াজ মাহফিল এ এক বক্তা বলছে হাদিসের কিতাবে আছে, কোন আলেম যদি কোন কবর/কবরস্থান এর পাশ দিয়া যায় তাহলে ৪০ দিন ওই কবর/কবরস্থান এর আজাব বন্ধ থাকে?

এই বক্তবের বিপরীতে অন্য আলেম ঐ মাহফিলেই মাইকে বলছে যে, আমি কোন হাদিসে এমন কথা পাই নাই।

এই ব্যাপারে যদি কিছু বলতেন খুবই ভাল হইত। এইটা নিয়া এলাকাতে একটু আলোচনা হইতাছে কেউ বলে আছে কেউ বলে নাই।
জাযাকাল্লাহ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

ان العالم والمتعلم اذا مرا على قرية، فإن الله تعالى يرفع العذاب عن مقبرة تلك القرية أربعين يوما

যখন কোন আলেম বা তালেবে ইলম কোন জনপদ অতিক্রম করে, তখন আল্লাহ তাআলা (তার বরকতে) চল্লিশ দিনের জন্য সে জনপদের কবরস্থানের আযাব মাফ করে দেন।

এ বর্ণণাটি যদিও সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নামে প্রচলিত। কিন্তু এটি জাল ও ভিত্তিহীন।

সুতরাং এ কথাকে হাদীস হিসেবে বর্ণনা করা জায়েজ নেই।

হাফেজ জালালুদ্দীন সুয়ূতী রহঃ এবং আল্লামা কাউকজী রহঃ বলেন, এর কোন ভিত্তি নেই। [আলমাসনূ-৬৫, কাশফুল খাফা-১ৱ২২১, আলমাওযূআতুল কুবরা-৪২, আল লুউলুউল মারসূ-২৬]

মোল্লা আলী কারী রহঃ বলেন, বলা হয় যে, এর কোন ভিত্তি নেই বা এটি জাল। [আলআসরারুল মারফূআ-১৪২]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *