প্রচ্ছদ / ইতিহাস ও ঐতিহ্য / নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি যুদ্ধ পরিচালনা করেছেন?

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি যুদ্ধ পরিচালনা করেছেন?

প্রশ্ন

From: মেহেদী হাসান
বিষয়ঃ যুদ্ধ

প্রশ্নঃ
হযরত মুহাম্মদ (সাঃ) তার জীবদ্বশায় মোট কতটি যুদ্ধ পরিচালনা করেছিলেন?

 

উত্তর

بسم الله الرحمن الرحيم

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব যুদ্ধে নিজে স্বশরীরে অংশগ্রহণ করেছেন। সেসব যুদ্ধকে “গাযওয়া” বলা হয়।

মূসা বিন উকবা, মুহাম্মদ বিন ইসহাক, ওয়াকিদী, ইবনে সা’দ, ইবনুল জাওযী এবং দিময়াতী ইরাকী প্রমূখদের মতে “গাযওয়া” এর সংখ্যা ২৭টি।

আর হযরত সাঈদ বিন মুসাইয়্যিব রাঃ থেকে ২৪টি, হযরত জাবের বিন আব্দুল্লাহ রাঃ থেকে ২১টি আর যায়েদ বিন আরকাম রাঃ থেকে ১৯টির কথা বর্ণিত হয়েছে। [সীরাতে মুস্তাফা-২/৪৩]

তবে সবচে’ গ্রহণীয় কওল ২৭টি।

সারিয়্যা এর সংখ্যা নিয়েও মতভেদ আছে।

ইবনে সা’দ থেকে ৪০টি, ইবনে আব্দিল বার থেকে ৩৫টি, মুহাম্মদ বিন ইসহাক থেকে ৩৮টি, ওয়াকেদী থেকে ৪৮টি এবং ইবনুল জাওযী থেকে ৫৬টির কথা বর্ণিত হয়েছে। [সীরাতে মুস্তাফা-২/৪৩]

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *