প্রচ্ছদ / ইতিহাস ও ঐতিহ্য / নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কোন সাহাবী কবরে শায়িত করেন?

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কোন সাহাবী কবরে শায়িত করেন?

প্রশ্ন

নাম: আমান উল্লাহ

বিষয়: নবী

প্রশ্ন

রাসুল সঃ কে কোন কোন সাহবী কবরে রাখেন?

উত্তর

بسم الله الرحمن الرحيم

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে রাখেন হযরত আলী রাঃ, হযরত আব্বাস রাঃ এবং তার দুই ছেলে ফযল ও কছম ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম শুকরান রাঃ।কিছু বর্ণনায় আব্দুর রহমান বিন আউফ  রাঃ এবং উসামা বিন জায়েদ রাঃ এর নামও আসছে।

ابْنُ أَبِي مَرْحَبٍ قَالَ: كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِمْ فِي قَبْرِ النَّبِيِّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَرْبَعَةً أَحَدُهُمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ.

أَخْبَرَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ. أَخْبَرَنَا هشيم قال: أخبرنا يونس بن عبيد عن عِكْرِمَةَ قَالَ: دَخَلَ قَبْرَ النَّبِيِّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – عَلِيٌّ وَالْفَضْلُ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ……

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ الزُّهْرِيُّ عَنْ أَبِيهِ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: وَلِيَ وَضْعَ رَسُولِ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – فِي قَبْرِهِ هَؤُلاءِ الرَّهْطُ الَّذِينَ غَسَّلُوهُ: الْعَبَّاسُ وَعَلِيُّ وَالْفَضْلُ وَصَالِحٌ مَوْلاهُ.

وكان الذين نزلوا فى قبر رسول الله صلى الله عليه وسلم على بن أبى طالب، والفضل بن عباس، وقثم بن عباس، وشقران مولى رسول الله صلى الله عليه وسلم (سيرت ابن هشام-4/315، تاريخ الطبرى-3/213، المعارف لاب قتيبة-166، طبقات ابن سعد-2/300، انساب الأشراف-1/577، تاريخ الاسلام-581)

وَنَزَلَ فِي حُفْرَتِهِ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَالْفَضْلُ بْنُ الْعَبَّاسِ وَقُثَمُ أَخُوهُ وَشُقْرَانُ مَوْلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم (سنن ابن ماجه، رقم-1628

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *