প্রশ্ন
From: জুবায়ের
বিষয়ঃ হায়েজ এর সময় ও পবিত্রতা অর্জন
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম। হযরত আমার প্রশ্ন হল আমার স্ত্রীর হায়েজ ৭ দিন হয়ে থাকে, কিন্তু ৫ দিনের দিন রক্ত পাত বন্ধ হয়ে যায়, তারপর ৭ ম দিন আবার একবার রক্তপাত হয়ে হায়েজ শেষ হয়।
এখন প্রশ্ন হচ্ছে ৫ম দিন যখন রক্তপাত বন্ধ হয়ে যায় তখন থেকে নামাজ পরবে নাকি ৭ম দিনের রক্ত বন্ধ হওয়ার পর থেকে নামাজ পড়বে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সপ্তম দিন রক্ত বন্ধ হবার পর গোসল করে নামায পড়বে। মাঝের দিনগুলো হায়েজের মধ্যেই গণ্য হবে। তাই নামায রোযা ইত্যাদি করতে পারবে না।
وأكثره عشرة” بلياليها للنص في عدده …….. وليس الشرط دوامه فانقطاعه في مدته كنزوله (حاشية الطحطاوى على مراقى الفلاح-139)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]