প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / বিবি থাকা অবস্থায় যদি কেউ লিখে যে “আমার কোন স্ত্রী নেই” তাহলে কি বিবি তালাক হয়ে যায়?

বিবি থাকা অবস্থায় যদি কেউ লিখে যে “আমার কোন স্ত্রী নেই” তাহলে কি বিবি তালাক হয়ে যায়?

প্রশ্ন

যদি কোন ব্যক্তির বিবি থাকা অবস্থায় একথা লিখে যে, “আমার কোন বিবি নেই। আমি কোন বিয়ে করিনি”। তাহলে কি তার বিবি তালাকপ্রাপ্তা হয়ে যাবে?

দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

না। একথা মিথ্যা হওয়ায় এতে কোন তালাক পতিত হবে না। বিবাহ নষ্ট হবে না। আগে বিয়েতে থাকা বিবি তার হালাল থাকবে। [ফাতাওয়া মাহমুদিয়া-১৯/৮৪]

فى الدر المختار: سئل ألك امرأة؟ فقال لا تطلق اتفاقا، وإن نوى

وفى رد المحتار: (قوله لا تطلق اتفاقا وإن نوى) ومثله قوله لم أتزوجك أو لم يكن بيننا نكاح………… والأصل أن نفي النكاح أصلا لا يكون طلاقا بل يكون جحودا (رد المحتار-4/507، الفتاوى الهندية-1/375)

إذَا سُئِلَ الرَّجُلُ أَلَكَ امْرَأَةٌ فَقَالَ لَا فَإِنَّمَا هِيَ كِذْبَةٌ وَهَذَا الْمَعْنَى أَنَّهُ نَفَى نِكَاحَهَا وَنَفْيُ الزَّوْجِيَّةِ لَا يَكُونُ طَلَاقًا بَلْ يَكُونُ كَذِبًا مِنْهُ لَمَّا كَانَتْ الزَّوْجِيَّةُ بَيْنَهُمَا مَعْلُومَةً (المبسوط للسرخسى-6/81)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *