প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / এক তালাক দেবার এক মাস পর বলল ‘দুই তালাক’ তাহলে কয় তালাক হবে?

এক তালাক দেবার এক মাস পর বলল ‘দুই তালাক’ তাহলে কয় তালাক হবে?

প্রশ্ন

কেউ তার স্ত্রীকে এক তালাক দিল, একমাস পর দ্বিতীয় তালাক দিল এই বলে যে, “দুই তালাক”।

জানার বিষয় হল: তালাক কয়টা হবে?

প্রশ্নকর্তা- Md Jobaer

উত্তর

بسم الله الرحمن الرحيم

এভাবে তালাক দিলে মূলত আগের এক তালাক ও বর্তমানের দুই তালাক মিলে তিন তালাকই পতিত হয়ে যায়।

কিন্তু যদি স্বামীর নিয়ত পাক্কা থাকে যে, “দুই তালাক” বলে দুই তালাক নয় বরং “দ্বিতীয় তালাক” উদ্দেশ্য নিয়েছে। তাহলে  দিয়ানাতান তার নিয়ত অনুযায়ী দ্বিতীয় তালাকই ধরা হবে।

সেই হিসেবে উক্ত স্ত্রীর উপর দুই তালাক পতিত হয়েছে বলে ধর্তব্য হবে।

ভবিষ্যতে আর উক্ত স্বামী এক তালাকের মালিক থাকবে।

عن شعبة قال: سألت الحكم وحمادا عن رجل قال لامرأته: أنت طالق، أنت طالق، ونوى الأولى، قالا: هى واحدة، وكذالك إذا قال: اعتدى، اعتدى، المصنف لابن أبى شيبة-9/544، رقم-18201

وإن نوى التاكيد دين (الدر المختار مع رد المحتار-4/521)

قَالَ لِامْرَأَتِهِ أَنْتِ طَالِقٌ أَنْتِ طَالِقٌ أَنْتِ طَالِقٌ فَقَالَ عَنَيْت بِالْأُولَى الطَّلَاقَ وَبِالثَّانِيَةِ وَالثَّالِثَةِ إفْهَامَهَا صُدِّقَ دِيَانَةً ‌وَفِي ‌الْقَضَاءِ ‌طَلُقَتْ ‌ثَلَاثًا كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ (الفتاوى الهندية-1/355-356)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভাড়া বাসায় স্বামী মারা গেলে স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে?

প্রশ্ন এক ব্যক্তির দুই স্ত্রী। এক স্ত্রী তার গ্রামের বাড়ি থাকে, আরেক স্ত্রী ঢাকা ভাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *