প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / ইমামের স্ত্রী চরিত্রহীন হলে উক্ত ইমামের পিছনে ইক্তিদা সহীহ হবে কি?

ইমামের স্ত্রী চরিত্রহীন হলে উক্ত ইমামের পিছনে ইক্তিদা সহীহ হবে কি?

প্রশ্ন

ওই ইমামের পিছনে নামাজ হবে কি না যার স্ত্রী পরপুরুষের সাথে অবাধে মেলামেশা করে। এবং স্ত্রী তার অবাধ্য। তবে ইমাম সাহেব খুব ভাল মানুষ।

দয়া করে উত্তর জানাবেন!!!

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি ইমাম সাহেব তার স্ত্রীকে খারাপ কাজ থেকে ফিরাতে যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু তার সাথে পেরে না উঠে। এবং স্ত্রীর উক্ত হারাম কাজে অসন্তুষ্ট থাকে, তাহলে উক্ত ইমামের পিছনে নামায পড়তে কোন সমস্যা নেই।

ولا تزر وازرة وزر أخرى (سورة النجم-38)

إنما تحصل المعصية بفعل فاعل مختار (تبيين الحقائق، كتاب الكراهية، فصل فى البيع-7/64، رد  المحتار-9/562)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *