প্রশ্ন
From: মোঃ সুলতান মাহমুদ
বিষয়ঃ ঈদের সালাতে অংশগ্রহণে দেরি
প্রশ্নঃ
কেউ যদি ঈদের সালাতে অংশগ্রহণে দেরি করে এবং ইমামের সাথে প্রথম রাকায়াতে অংশগ্রহণ করে কিন্তু অতিরিক্ত তাকবিরগুলো পেল না তাহলে প্রথমে তাকবিরে তাহরিমা বাধার পর নিজে নিজে প্রথম রাকায়াতের তাকবিরগুলো দিবে। কিন্তু তাকবিরগুলো দিতে গিয়ে যদি রুকু হারানোর সম্ভাবনা থাকে তাহলে তাকবিরে তাহরিমার পর তাকবির দিয়ে রুকুতে যাবে এবং তাসবিহ না পড়ে প্রথম রাকায়াতের অতিরিক্ত তাকবিরগুলো রুকুতে পড়বে (তখন তাকবির দিতে রাফ‘য়ে য়াদাইন বা হাত তুলতে হবে না)।
এভাবে কেউ যদি দ্বিতীয় রাকাতে অংশগ্রহণ করে এবং অতিরিক্ত তাকবিরগুলো না পায় বরং রুকু পায় তাহলে রুকুতে রুকুর তাসবিহ না পড়ে দ্বিতীয় রাকায়াতের তাকবিরগুলো পড়বে এবং ইমাম সাহেব সালাম ফিরানোর পর উঠে গিয়ে প্রথম রাকায়াত যেভাবে ইমাম সাহেব আদায় করেছেন সেভাবে আদায় করবে।
ঠিক আছে কি না জানতে চাই।
উত্তর
بسم الله الرحمن الرحيم
প্রথম রাকাতে অতিরিক্ত তাকবীর না পেলে এবং দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর না পেলে যা করতে হবে বলেছেন তা সঠিক।
কিন্তু মাসবূক হিসেবে প্রথম রাকাত পূর্ণ করার পদ্ধতিটি সঠিক নয়।
কারণ, প্রথম রাকাত না পেলে মাসবূক অবস্থায় যখন তা পূর্ণ করবে, তখন ইমাম যেভাবে প্রথম রাকাত পড়েছে, যথা প্রথমে সানা পড়ে তারপর অতিরিক্ত তিন তাকবীর দিয়ে সূরা ফাতিহা ও সূরা মিলিয়েছে এভাবে পড়বে না।
বরং প্রথম রাকাতটা মাসবূক পড়বে ইমামের দ্বিতীয় রাকাতের মত। অর্থাৎ প্রথমে সূরা ফাতিহা ও সূরা মিলানোর পর রুকুতে যাবার আগে অতিরিক্ত তিন তাকবীর দিবে।
عن حماد قال: إذا فاتتك من صلاة العيد ركعة فاقضها واسنع فيها مثال ما يصنع الإمام فى الركعة الأولى، وعن الحسن قال: يكبر معه فى هذه ما أدرك منها، ويقضى التى فاتته، ويكبر فيها مثل تكبير الإمام فى الركعة الثانية (المصنف لإبن نأبى شيبة-4\237، رقم-5862-63)
ولو سبق بركعة يقرأ ثم يكبر لئلا يتولى التكبير
أى لأنه إذا كبر قبل القراءة وقد كبر مع الإمام بعد القراءة لزم توالى التكبيرات فى الركعتين، قال فى البحر: ولم يقل به أحد من الصحابة ولو بدأ بالقراءة يصير فعله موافقا لقول على رضى الله عنه فكان أولى، كذا فى المحيط، وهو مخصص لقولهم، أن المسبوق يقضى أول صلاته فى حق الأذكار (رد المحتار-3\56، بدائع الصنائع-1\623، طحطاوى على مراقى الفلاح-534)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমু
ইমেইল– ahlehaqmedia201