প্রশ্ন
ফাযায়েলে আমল বই সমন্ধে!
এই বইটিতে এত কিচ্চা কাহিনী কেন?
প্রশ্নকর্তা- খান জাহাঙ্গীর
উত্তর
بسم الله الرحمن الرحيم
আমি যদি আপনাকে প্রশ্ন করি: কুরআনে কারীম একটি বই। কমবেশি মাত্র পাঁচশত বিধান সম্বলিত বই।
বাকি বইটিতে এতো কিচ্ছা কাহিনী কেন?
আদম আঃ এর কিচ্ছা। নূহ আলাইহিস সালামের কাহিনী। আদ জাতির গল্প। সামূদ জাতির কিচ্ছা। কওমে লুতের কাহিনী। কওমে শুয়াইবের কাহিনী। আসহাবে উখদূদ, আসহাবে আয়লা, আসহাবে রছছ এর কাহিনী। সুলাইমান আলাইহিস সালাম, নূহ নবী, ঈসা নবীর জন্ম কাহিনী, মূসা নবীর কাহিনী, ইবরাহীম আলাইহিস সালামের কাহিনী।
আরো কত শত কাহিনী আর গল্পে ভরপুর কুরআনে কারীম।
আচ্ছা আপনি কি হাদীস পড়েছেন? হাদীসের কিতাব ভরপুর এতো এতো কিচ্ছা আর কাহিনী কেন?
এ প্রশ্নের যে উত্তর আপনি দিবেন, সেই একই উত্তর ফাযায়েলে আমালের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
মূলত ফাযায়েলে আমাল গ্রন্থটি শাইখুল হাদীস জাকারিয়া রহঃ কুরআন ও হাদীস গ্রন্থের অনুসরণে রচনা করেছেন। তাই এতে যেমন কুরআন ও হাদীসের রেফারেন্সে ভরপুর। তেমনি অনেক ঘটনা ও কিচ্ছাতে ভরপুর।
যা হুবহু কুরআন ও হাদীসের নকল।
সুতরাং যারা ফাযায়েলে আমালের উপর কিচ্ছা কাহিনীর উপর অভিযোগ করে, তারা পরোক্ষভাবে কুরআন ও হাদীসকে কিচ্ছা কাহিনীর গ্রন্থ বলেই উপহাস করে থাকে।
আল্লাহ তাআলা এসব জাহিল লোকদের থেকে উম্মতকে হিফাযত করুন।
وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَٰكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ ۚ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ۚ ذَّٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ [٧:١٧٦]
অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে। কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল। সুতরাং তার অবস্থা হল কুকুরের মত; যদি তাকে তাড়া কর তবুও হাঁপাবে আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এ হল সেসব লোকের উদাহরণ; যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনসমূহকে। অতএব, আপনি বিবৃত করুন এসব কাহিনী, যাতে তারা চিন্তা করে। {সূরা আরাফ-১৭৬}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমু
ইমেইল– ahlehaqmedia201