প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / ধনী ব্যক্তির ক্রয়কৃত কুরবানীর পশু হারিয়ে বা মারা গেলে করণীয় কী?

ধনী ব্যক্তির ক্রয়কৃত কুরবানীর পশু হারিয়ে বা মারা গেলে করণীয় কী?

প্রশ্ন

যে ব্যাক্তির উপর কুরবানী ওয়াজিব, ঐ ব্যক্তি যদি কুরবানীর উদ্দেশ্যে পশু কিনলো কিন্তু ঐ পশু হারিয়ে যায়, বা মারা যায় তাহলে ঐ ব্যক্তির কুরবানীর হুকুম কি?

 

উত্তর

بسم الله الرحمن الرحيم

যেহেতু তার উপর কুরবানী করা ওয়াজিব। তাই তার জন্য আরেকটি পশু ক্রয় করে কুরবানী দেয়া আবশ্যক।

 

اذا اشترى شاة للأضحية وهو موسر ثم إنها ماتت أو سرقت أو ضلت فى أيام النحر أنه يجب أن يضحى بشاة أخرى (بدائع الصنائع-4\199)

إذا ماتت المشتراة للتضحية على موسر مكانها أخرى (هداية، كتاب الأضحية-4\448، تاتارخانية-17\458، رقم-2782)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *