প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / শিন্নি দেয়ার নিয়ত করা পশু দিয়ে কুরবানী করা যাবে?

শিন্নি দেয়ার নিয়ত করা পশু দিয়ে কুরবানী করা যাবে?

প্রশ্ন

কেউ যদি একটি ছাগল শিন্নি দেওয়ার নিয়ত করে তারপর কুরবানি ঈদ এসে যাওয়ায় সেই পশুটিকে কুরবানি দেয়, সেক্ষেত্রে কি তার কুরবানি জায়েজ হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, জায়েজ আছে। কারণ, শিন্নি দেয়ার নিয়ত করার দ্বারা পশুটি তার মালিকানা থেকে বেরিয়ে যায় না। যেহেতু তার মালিকানায় বাকি থাকে, তাই সেটির মাধ্যমে কুরবানীসহ অন্য কোন কাজে লাগাতে কোন প্রতিবন্ধবকতা নেই।

من سيب دابته فلا يزول ملكه عنها (الموسوعة الفقهية الكويتية-24\133)

فلا يزال ملكه فى الوجهين كمن سيب دابته (المبسوط للسرخسى-12\19)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *