প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / অলংকার পরিধান করার জন্য মহিলাদের নাক কান ছিদ্র করা কি জায়েজ?

অলংকার পরিধান করার জন্য মহিলাদের নাক কান ছিদ্র করা কি জায়েজ?

 প্রশ্ন:

অলংকার পরিধান করার জন্য মহিলাদের নাক কান ছিদ্র করা কি জায়েজ? দলিলসহ জানালে উপকৃত হব।

জবাব:

بسم الله الرحمن الرحيم

মহিলাদের জন্য সৌন্দর্য বর্ধনার্থে অলংকার পরিধান করতে নাক কান ছিদ্র করা জায়েজ আছে।

দলিল:

 فى الدر المختارولا بأس بثقب أذن البنت والطفل استحسانا ملتقط قلت وهل يجوز الخزام في الأنف لم أره ويكره للذكر والأنثى الكتابة بالقلم المتخذ من الذهب أو الفضة أو من دواة كذلك سراجية

وفى رد المحتار( قوله لم أره ) قلت : إن كان مما يتزين النساء به كما هو في بعض البلاد فهو فيها كثقب القرط ا هـ ط وقد نص الشافعية على جوازه (الفتاوى الشامية-9/602

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে শামী-৯/৬০২

২. ফাতওয়ায়ে আলমগীরী-৫/৩৫৭

৩. আল বাহরুর রায়েক-৮-৩৮৫

৪. ফাতওয়ায়ে মাহমুদিয়া-১৯/৩৭০

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *