প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / কোর্টে সরকারী চাকুরীরত ব্যক্তির জন্য চাওয়া ছাড়া ক্লায়েন্ট থেকে টাকা নেয়ার হুকুম কী?

কোর্টে সরকারী চাকুরীরত ব্যক্তির জন্য চাওয়া ছাড়া ক্লায়েন্ট থেকে টাকা নেয়ার হুকুম কী?

প্রশ্ন

From: মো: আবূ মুছা
বিষয়ঃ ঘুষ

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম।
হুজুর কেমন আছেন?
আমি সরকারী চাকুরী করি, কুমিল্লা জজ কোর্টে।
কোর্টের মধ্যে ঘুষের প্রচলন সব থেকে বেশি।
আমি কারো কাছ থেকে কাজ আটকে রেখে টাকা চাই না।
কাজ করার পর টাকা দিলে নেই না দিলে কিছু বলি না।
এটা কি ঘুষ হবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদিও চাওয়া ছাড়া এমনিতে কেউ কিছু দিলে নেয়া জায়েজ। এটি ঘুষ নয় বরং হাদিয়া হিসেবে সাব্যস্ত হয়।

কিন্তু যেহেতু কোর্টের মাঝে এটি নিয়মে পরিণত হয়েছে। তাই আপনার উচিত সন্দেহযুক্ত এ হাদিয়া গ্রহণ থেকে বিরত থাকা।

কেননা, একটি মূলনীতি আছে যে, প্রচলিত বিষয় শর্তারোপের মতই। মানে যে বিষয় প্রচলিত তা না বললেও শর্ত করার মতই।

যেহেতু কোর্ট সংক্রান্ত কাজে ঘুষ হিসেবে টাকা লেনদেন প্রচলিত তাই এটি টাকার শর্তারোপ করার মতই।

তাই সন্দেহযুক্ত এ হাদিয়া গ্রহণ থেকে বিরত থাকাই তাকওয়ার দাবী।

والذى يعطيه بلا شرط فهو هدية (قواعد الفقه-307)

سعى له عند السلطان وأتم أمره لا بأس بقبول هديته بعد، وقبله بطلبه سحت (رد المحتار-6/423)

وشرعا ما يأخذه الآخذ ظلما يدفعه الدافع إليه من هذه الجهة (قواعد الفقه-307)

الْمَعْرُوف بِالْعرْفِ كالمشروط شرطا (قواعد الفقه، رقم-334)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *