প্রচ্ছদ / প্রশ্নোত্তর / নিকটত্মীয়কে যাকাত না দিয়ে অন্যদের যাকাত দিলে গোনাহ হবে?

নিকটত্মীয়কে যাকাত না দিয়ে অন্যদের যাকাত দিলে গোনাহ হবে?

প্রশ্ন

 নিকট আত্মীয়- যিনি পরিবারের অন্যান্যদের কাছ থেকে যাকাতের অর্থ পান , তাকে না দিয়ে  ভিক্ষুক, গরীব অসুস্থ্য, গরীব দারোয়ান, পিয়ন ড্রাইভার প্রমূখ ব্যক্তিদের কাউকে যাকাতের টাকা দিলে কী গুনাহ হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না গোনাহ হবে না। তবে নিকত্মতীয়দের বেশি প্রয়োজন হলে তাদের দেয়াই সর্বোত্তম।

والأفضل فى الزكاة والفطر والنذور الصرف أولا إلى الإخوة والأخوات، ثم إلى أولادهم، ثم إلى الأعمام والعمات، ثم إلى أولادهم، ثم إلى الأخوال والخلات، ثم إلى أولادهم (الفتاوى الهندية-1/190)

قالوا: الأفضل صرف الصدقة إلى أخواته ذكورا أو إناثا (مجمع الأنهر-1/226)

عن سلمان بن عامر رضى الله عنه عن النبى صلى الله عليه وسلم قال: الصدقة على المسكين صدقة، وإنها على ذى الرحم اثنتان، إنها صدقة وصلة، مسند احمد-4/18، رقم-16342

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *