প্রশ্ন
ড্রাই ক্লিনিং এর মাধ্যমে নাপাক কাপড় পাক হবে নাকি নাপাকই থাকবে? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
উলামায়ে কেরামগণের মাঝে এ বিষয়ে মতভেদ আছে। মুফতী রশীদ আহমদ লুধিয়ানবী রহঃ এর মতে নাপাক কাপড় ড্রাই ক্লিনিং এর মাধ্যমে পবিত্র হবে না। [আহসানুল ফাতাওয়া-২/৮৩]
কিন্তু মুফতী নিজামুদ্দীন রহঃ এর ফাতাওয়া হল, ড্রাই ক্লিনিং এর মাধ্যমে কাপড় পবিত্র হয়ে যায়। [নিজামুল ফাতাওয়া-১/১৩৫-১৩৬]
মুফতী মাহমূদ হাসান গঙ্গুহী রহঃ এর ফাতাওয়া মাহমূদিয়া-৮/২৮৮-২৮৯ নং ফাতাওয়া দ্বারা বুঝা যায় যে, তার মতেও ড্রাই ক্লিনিং এর মাধ্যমে কাপড় পবিত্র হয়ে যায়। [ফাতাওয়া কাসিমীয়া-৫/২০০৮-২১০]
يَجُوزُ تَطْهِيرُ النَّجَاسَةِ بِالْمَاءِ وَبِكُلِّ مَائِعٍ طَاهِرٍ يُمْكِنُ إزَالَتُهَا بِهِ كَالْخَلِّ وَمَاءِ الْوَرْدِ وَنَحْوِهِ مِمَّا إذَا عُصِرَ انْعَصَرَ (الفتاوى الهندية-1/41، رد المحتار-1/510
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]