প্রশ্ন
From: Abid Hasan
বিষয়ঃ Islamic History
প্রশ্নঃ
Assalamu Alaikum
Recently I have read a book named The DaVinci Code. There it was described that Jesus Christ had a wife named Mary Magdalene and when he was crucified Mary Magdalene was helped to flee and she was pregnant then. Later she delivered a daughter child. After that, the Church searched for that family of Jesus as it was a threatning to the divinity of Jesus as the Church proclaimed that he was the son of God. The Church searched for Mary Magdalene and his family to clean their way to proclaim their version of christianity. They killed more than 50000 women then.
My question is what Islam tells about this event. Specially what about Jesus cum one of our prophet Isa (A) marriage issue? what about Mary Magdalene?
Will be pleased and thankful if you give a reply to this.
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঈসা আলাইহিস সালাম বিবাহ করেছিলেন নাকি করেনি? এ বিষয়ে কুরআন বা বিশুদ্ধ কোন হাদীসে কিছুই বলা হয়নি।
সুতরাং এ নিয়ে বিতর্ক না করাই উচিত।
তবে
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً ۚ [١٣:٣٨
আপনার পূর্বে আমি অনেক রসূল প্রেরণ করেছি এবং তাঁদেরকে পত্নী ও সন্তান-সন্ততি দিয়েছি। [সূরা রা’দ-৩৮]
এ আয়াতের মাধ্যমে বুঝা যায় যে, যেমন ইতোপূর্বের নবী রাসূলগণ বিবাহ করেছেন। সুতরাং সেই হিসেবে ঈসা আলাইহিস সালামও বিবাহ করেছেন মর্মে অনুমান করা যায়।
তবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বিবাহ করেননি মর্মেও কুরআনে আয়াত রয়েছে। ইরশাদ হচ্ছে-
فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ الصَّالِحِينَ [٣:٣٩
যখন তিনি কামরার ভেতরে নামাযে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাঁকে ডেকে বললেন যে, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না, তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী হবেন। [সূরা আলে ইমরান-৩৯]
যেহেতু কুরআন ও হাদীসের বিশুদ্ধ কোন বর্ণনায় ঈসা আলাইহিস সালাম এর বিবাহ করা ও না করার বিষয়টি বর্ণনা করা হয়নি। তাই জোর দিয়ে বিয়ে করেছেন বলা যেমন ঠিক নয়। তেমনি বিয়ে করেননি মর্মেও জোর করা যাবে না।
বাকি উপরোক্ত বইয়ে যে ঘটনা বর্ণনা করা হয়েছে এর সত্যতা প্রশ্নবিদ্ধ। কোন বিশুদ্ধ বর্ণনায় তা উল্লেখ নেই। তাই তা বিশ্বাস করার কোন সুযোগ নেই।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]