প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ৪৫ শতক জমি এক স্ত্রী এক কন্যা ও এক ভাইবোনের মাঝে কিভাবে বন্টন করবে?

৪৫ শতক জমি এক স্ত্রী এক কন্যা ও এক ভাইবোনের মাঝে কিভাবে বন্টন করবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!

আব্দুল কাদীর ১ স্ত্রী, ১ কন্যা, ১ ভাই ও ১ বোন রেখে ইন্তেকাল করেছে। তার জমীন পরিমাণ ৪৫ শতক। এখন কে কতটুকু অংশ পাবে? প্লিজ তাড়াতাড়ি জানালে উপকার হবে।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি আব্দুল কাদীর সাহেবের উপরোক্ত নিকটাত্মীয় ছাড়া মিরাস পেতে পারে এমন কোন আত্মীয় না থাকে, তাহলে শরয়ী বন্টন নীতি অনুপাতে পুরো সম্পদকে ২৪ ভাগে ভাগ করতে হবে।

এর মাঝে ৩ ভাগ স্ত্রী, ১২ ভাগ কন্যা, ৬ ভাগ ভাই ও ৩ ভাগ বোন পাবে।

এ হিসেবে ৪৫ শতক জমির মাঝে-

স্ত্রী পাবে ৫.৬২৫ শতক।

কন্যা পাবে ২২.৫ শতক।

ভাই পাবে ১১.২৫ শতক।

বোন পাবে ৫.৬২৫ শতক।

وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ۗ [٤:١٢]

স্ত্রীদের জন্যে এক-চতুর্থাংশ হবে ঐ সম্পত্তির, যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্যে হবে ঐ সম্পত্তির আট ভাগের এক ভাগ, যা তোমরা ছেড়ে যাও ওছিয়্যতের পর, যা তোমরা কর এবং ঋণ পরিশোধের পর। {সূরা নিসা-১২}

وصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ فَإِنْ كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ [٤:١١]

আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেনঃ একজন পুরুষের অংশ দু’জন নারীর অংশের সমান। কিন্তু কেবল কন্যা যদি দুয়ের অধিক হয়, তাহলে তাদের জন্য পরিত্যাক্ত সম্পত্তির দুই তৃতিয়াংশ, আর মাত্র এক কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ নির্ধারিত। {সূরা নিসা-১১}

واما للأخوات لاب وام، فاحوال خمس، النصف للواحدة، والثلثان للاثنتين فصاعدة، ومع الأخ لاب وام للذكر مثل حظ الأنثيين يصرن به عصبة لاستوائهم فى القرابة الى الميت، ولهن الباقى مع البنات او بنات الإبن لقوله عليه السلام- اجعلوا الأخوات مع البنات عصبة  (السرجى فى الميراث-24)

اذا كان بين التصحيح والتركة مباينة، فاضرب سهام كل وارث من التصحيح فى جميع التركة، ثم اقسم المبلغ على التصحيح، مثاله بنتان وابوان، والتركة سبعة دنانير، (السراجى فى الميراث-56

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *