প্রচ্ছদ / কসম ও মান্নত / সুস্থ্য হলে গরু সদকা করার মান্নত করে তা ঈসালে সওয়াবের মাহফিলে খাওয়ানোর হুকুম কি?

সুস্থ্য হলে গরু সদকা করার মান্নত করে তা ঈসালে সওয়াবের মাহফিলে খাওয়ানোর হুকুম কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম

জনাব মুফতি সাহেব

আপনাদের বরাবরে আমি নিম্নে একটি প্রশ্ন করিলাম দয়া করে দলীল আদিল্লাহ সহকারে উত্তর দিলে খুশি হব।

প্রশ্ন: একজন লোক তার শারীরিক অসুবিদার কারণে সে নিয়ত করেছিল যদি আল্লাহ তায়ালা আমাকে ভাল করেন তা হলে এতিমখানায় মধ্যে আমি একটা গরু সাদাকা দিব। তাই কয়েক দিনের মধ্যে এতিমখানায় একটা ইসালে ছাওয়াবের মাহফিল হবে উক্ত মাহফিলে বিভিন্ন ধরনের মানুষ উপস্থিত হবে তাই উক্ত মাহফিলে উল্লেখিত গরু জবেহ করে সিন্নি করা যাবে কি না? আপনাদের মাধ্যমে তাহার সমাধান চাই।

বিনীত

ইহসান আহমাদ

ইউ কে

১০/২/১৪

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মান্নতের বস্তুর হকদার শুধুমাত্র দরিদ্র ও গরীবরা। তাই যাকাত খাওয়া জায়েজ নয় এমন ধনী ব্যক্তিদের জন্য উক্ত মান্নতের গরুর গোস্ত খাওয়া ও খাওয়ানো জায়েজ হবে না। তাই যদি উক্ত অনুষ্ঠানে উপস্থিত যাকাত খাওয়ার যোগ্য ব্যক্তি হয়, তাহলে তাদের জন্য তা খাওয়ানো জায়েজ হবে। নতুবা জায়েজ হবে না।

فى رد المحتار- ( ومن نذر نذرا مطلقا أو معلقا بشرط وكان من جنسه واجب ) أي فرض كما سيصرح به تبعا للبحر والدرر ( وهو عبادة مقصودة ) خرج الوضوء وتكفين الميت ( ووجد الشرط ) المعلق به ( لزم الناذر ) لحديث ” { من نذر وسمى فعليه الوفاء بما سمى } ” ( كصوم وصلاة وصدقة )

প্রামান্য গ্রন্থাবলী:

১- ফাতওয়ায়ে শামী-৫/৫১৫-৫১৮

২-বাদায়েউস সানায়ে-৪/২২৮

৩-ফাতওয়ায়ে তাতারখানিয়া-৬/২৮১

কারণ, মান্নতের বস্তুর হকদার তারাই যারা যাকাত খাওয়ার যোগ্য।

(قوله: أي مصرف الزكاة والعشر) الخ وهو مصرف أيضا لصدقة الفطر والكفارة والنذر وغير ذلك من الصدقات الواجبة كما في القهستاني (رد المحتار، كتاب الزكاة، باب المصرف-2/339، البحر الرائق، كتاب الزكاة، باب المصرف-2/245

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *