প্রচ্ছদ / তাবলীগ জামাত / “যে ব্যক্তি প্রতিদিন কালেমা তাইয়েবা ১০০ বার পাঠ করবে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠানো হবে” এটা কি হাদীসের বাণী?

“যে ব্যক্তি প্রতিদিন কালেমা তাইয়েবা ১০০ বার পাঠ করবে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠানো হবে” এটা কি হাদীসের বাণী?

প্রশ্ন

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

প্রশ্ন : তাবলীগ জামাতী ভাইদের নীচের কথাটি কি দলিল ভিত্তিক? নাকি মনগড়া জানালে খ্বুই উপকৃত হব। উত্তর যথা সম্ভব দ্রুত দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-

যে ব্যক্তি প্রতিদিন কালেমা তাইয়েবা ১০০ বার পাঠ করবে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাদের ন্যায় উজ্জ্বল করে উঠানো হবে।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, একথাটি দলীলভিত্তিক। এটি কোন মনগড়া কথা নয়। বরং হাদীসের বাণী।

عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَا مِنْ عَبْدٍ يَقُولُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ , مِائَةَ مَرَّةٍ إِلَّا بَعَثَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَوَجْهُهُ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ

হযরত আবূ দারদা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি “লা-ইলাহা ইল্লাল্লাহ” একশত বার পাঠ করে, তাহলে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠানো হবে।

মুসনাদুশ শামীন, হাদীস নং-৯৯৪,

জামেউল মাসানীদ, হাদীস নং-১২১১৯,

কানযুল উম্মাল, হাদীস নং-১৭৯

মাযমাউজ যাওয়ায়েদ, হাদীস নং-১৬৮৩০

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *