প্রচ্ছদ / আদব ও আখলাক / কুরআনে কারীম হাত থেকে পড়ে গেলে চুমু খাওয়া কি জরুরী?

কুরআনে কারীম হাত থেকে পড়ে গেলে চুমু খাওয়া কি জরুরী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ।

অনেক সময়  কোনো বইয়ে বা  পবিত্র কোনো বস্তুতে পা স্পর্শ  লাগলে  সালাম  করি এবং চুমা খাই । এই বিষয়ে শরীয়তের বিধান কি ? কোরআন শরীফে পা লাগলে কি করব ? যদি কোনো মানুষের শরীরে পা স্পর্শ লাগে তাহলে শরীয়তের বিধান কি ?

আহালে হক মিডিয়ার প্রচার ও  প্রসার এর জন্য অনেক দুয়া ও শুভ কামনা রইল ।

মোহাম্মদ ফারুক
সফটওয়্যার ইঞ্জিনিয়ার ।
বাসা : খিলক্ষেত , তালের টেক,
ঢাকা – ১২২৯ ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

কুরআনে কারীমের মত পবিত্র কিতাব হাত থেকে পড়ে গেলে মন খারাপ হওয়া, অনুতপ্ত ভাব আসা ভাল লক্ষণ। মুরুব্বীদের গায়ে পা লাগলেও অনুতাপ আসা উত্তম আখলাকের পরিচায়ক।

তবে এক্ষেত্রে তাদের সালাম করা বা চুমু খাওয়ার কোন বিধান নেই।

তবে যদি কেউ সুন্নত বা শরীয়তের বিধান মনে করে এমনিতে সম্মানার্থে কুরআনে কারীম চুম্বন করে, তাহলে কোন সমস্যা নেই।

فى رد المحتار-رُوِيَ عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَأْخُذُ الْمُصْحَفَ كُلَّ غَدَاةٍ وَيُقَبِّلُهُ وَيَقُولُ : عَهْدُ رَبِّي وَمَنْشُورُ رَبِّي عَزَّ وَجَلَّ وَكَانَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ يُقَبِّلُ الْمُصْحَفَ وَيَمْسَحُهُ عَلَى وَجْهِهِ (رد المحتاركِتَابُ الْحَظْرِ وَالْإِبَاحَةِ، بَابُ الِاسْتِبْرَاءِ وَغَيْرِهِ

হযরত ওমর রাঃ এ ব্যাপারে বর্ণিত। তিনি কুরআনে কারীম প্রতিদিন সকালে নিয়ে চুমু খেতেন। আর বলতেন-এটা আমার রবের নির্দেশনা, এবং আল্লাহর প্রেরিত। এমনিভাবে হযরত উসমান রাঃ ও কুরআনে কারীমকে চুমু খেতেন এবং চোখে বুলাতেন। {রাদ্দুল মুহতার-৫/২৪৬, তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৫৯, ফাতওয়ায়ে মাহমুদিয়া-৭/১৪৭}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *