প্রচ্ছদ / কাফন-দাফন-জানাযা / ওজরবশত মসজিদের উপর দিয়ে লাশ নেয়া ও মসজিদে জানাযা পড়ার হুকুম কী?

ওজরবশত মসজিদের উপর দিয়ে লাশ নেয়া ও মসজিদে জানাযা পড়ার হুকুম কী?

প্রশ্ন

বরাবর

জনাব মুফতি সাহেব এর কাছে আমার প্রশ্ন:

আমাদের গ্রামে জানাযার নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোন জায়গা নেই,,, এমনকি আমাদের এলাকায় যে মসজিদ রয়েছে তার আশেপাশে এমন কোন জায়গা নেই,,যেখানে লাশটি রেখে জানাযার নামাজ পড়া যাবে,,
আমি জানতে চাই,, এমন অবস্থায়  সরাসরি মসজিদের ভিতর দিয়ে মৃত লাশকে আনা নেয়া করা যাবে কি ?
এবং মসজিদের ভিতরে জানাযার নামাজ পড়া যাবে কি?

এ বিষয়ে কোরআন এবং হাদীস এর আলোকে জানালে অনেক উপকৃত হতাম

নিবেদক: মোঃ জাকারিয়া
গ্রাম:ফুলবাড়িয়া
থানা:তুরাগ
জেলা:ঢাকা

উত্তর

بسم الله الرحمن الرحيم

বিকল্প কোন ব্যবস্থা না থাকলে এটি জায়েজ আছে। এমনকি বিকল্প ব্যবস্থা না থাকলে মসজিদে জানাযা পড়াও জায়েজ আছে।

إنما تكره فى المسجد بلا عذر، فإن كان فلا (رد المحتار-2/226)


والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

হাফেজদের জন্য জান্নাতে ‘মারজান’ নামক লেকের পারে একটি সোসাইটি দেয়া হবে?

প্রশ্ন বাংলাদেশের এক প্রসিদ্ধ বক্তা তার এক বয়ানে বলেন: “যেই ছেলেটা হাফেজ হলো। হাদীসে আছে। …