প্রশ্ন
From: arafat
Subject: নামায
Country : Bangladesh
Mobile :
Message Body:
জামাতের নামাযে প্রথম কয়েক রাকআত ধরতে না পারলে ইমাম সালাম ফিরিয়ে ফেলার পর ভুলবশত সালাম ফিরিয়ে ফেললে কি করণীয়?
জবাব
بسم الله الرحمن الرحيم
যদি মুসল্লি ইমামের সালাম ফিরানোর আগে সালাম ফিরায়, বা একদম শব্দ শব্দ আস সালামু পর্যন্ত একসাথে ইমামের সাথে উচ্চারণ করে, তারপর স্মরণ হওয়ায় চুপ হয়ে যায়, তাহলে উক্ত মাসবুক ব্যক্তির উপর সেজদায়ে সাহু আবশ্যক হবে না। বরং দাঁড়িয়ে বাকি নামায পূর্ণ করলেই হবে। কোন সেজদায়ে সাহু দিতে হবে না।
কিন্তু যদি ইমামের সালামের শব্দ উচ্চারণের পর সালাম উচ্চারণ করে, আর সাধারণত এটাই হয়ে থাকে। তাহলে উক্ত ব্যক্তির উপর বাকি নামায পূর্ণ করার পর সেজদায়ে সাহু দেয়া আবশ্যক হয়।(ফাতাওয়ায়ে মাহমুদিয়া-১০/৪০৫-৪০৬}
যেহেতু সাধারণতঃ সালাম ইমামের উচ্চারণের পরই মুসল্লিরা বলে থাকে, তাই নামাযের শেষাংশে সেজদায়ে সাহু করে নেয়াই সাবধানতা হবে।
فى الفتاوى الشامية- ولا سجود عليه ان سلم سهوا قبل الإمام او معه، وان سلم بعده لزمه، لكونه منفردا حينئذ اراد بالمعية المقارنة (رد المحتار- كتاب الصلاة، باب سجود السهو-2/546، الفتاوى الهنديه، الفصل السابع فى المسبوق والاحق- 1/91، البحر الرائق، كتاب الصلاة، باب سجود السهو- 2/100، مجمع الانهر، كتاب الصلاة، باب سجود السهو- 1/222
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।