প্রচ্ছদ / আহলে হাদীস / “আমি ইলমের শহর আলী তার দরজা” এটি কি জাল হাদীস?

“আমি ইলমের শহর আলী তার দরজা” এটি কি জাল হাদীস?

প্রশ্ন

আমি ইলমের শহর আর আলী তার দরজাবক্তব্য নির্ভর হাদীসটির হুকুম কি? হাদীসটি কি রাসূল সাঃ থেকে প্রমাণিত না জাল?

উত্তর

بسم الله الرحمن الرحيم

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا مَدِينَةُ الْعِلْمِ وَعَلِيٌّ بَابُهَا فَمَنْ أَرَادَ الْعِلْمَ فَلْيَأْتِهِ مِنْ بَابِهِ»

হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, আমি হলাম ইলমের শহর আর আলী হলেন তার দরজা। যে ব্যক্তি ইলম অর্জনের ইচ্ছে করে সে যেন দরজা দিয়ে প্রবেশ করে।

হাদীসটি যেসব কিতাবে বর্ণিত

আলমুজামুল কাবীর, হাদীস নং-১১০৬১।

মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৪৬৩৭।

কানযুল উম্মাল, হাদীস নং-৩২৮৯০।

আলমুসনাদুল জামে, হাদীস নং-১০৩৩৯।

সুনানে তিরমিজী, হাদীস নং-৩৭২৩}

এ হাদীসটির বিষয়ে মুহাদ্দিসীনে কেরামের বিস্তর কালাম রয়েছে। অনেকেই এটিকে জাল তথা বানোয়াট বলে আখ্যায়িত করেছেন। অনেকে জঈফ বলে মন্তব্য করেছেন। তবে অনেকেই এটিকে সনদ সহীহ কিংবা হাসান পর্যায়ের হাদীস বলে স্বীকৃতি দিয়েছেন। যেমন-

১-  আল্লামা সাখাবী রহঃ বলেন, হাদীসটি  হাসান। {আলমাকাসিদুল হাসান, বর্ণনা নং-১২৩}

২-  আল্লামা যারকানী রহঃ বলেন, হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত হাদীস হাসান লিনাফসিহী, আর হযরত আলী রাঃ থেকে বর্ণিত বর্ণনাটি হাসান লিগাইরিহী। {মুখতাসারুল মাকাসিদ, বর্ণনা নং-১৭০}

৩-  আল্লামা শাওকানী রহঃ বলেন, হাদীসটি হাসান লিগাইরিহী। {আলফাওয়ায়েদুল মাজমূআ, বর্ণনা নং-৩৪৯}

৪-  আল্লামা হাকেম নিশাপুরী রহঃ বলেন, এ হাদীসের সনদ সহীহ। {মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৪৬৩৭}

যেহেতু গ্রহণযোগ্য একাধিক জরাহ তাদীলের ইমামগণ উক্ত হাদীসকে সহীহ, হাসান বলে মন্তব্য করেছেন, তাই এই বর্ণনাটিকে জাল-বানোয়াট বলে বাতিল করে দেয়া কিছুতেই সমীচিন নয়।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *