প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / স্ত্রীর সাথে কথা বলে বীর্যপাত করার হুকুম কী?

স্ত্রীর সাথে কথা বলে বীর্যপাত করার হুকুম কী?

প্রশ্ন

হযরত খুব সমস্যায় আছি। নামায পড়তে গেলে ই মযি বের হয়ে অজু শেষ  হয়ে যায়। স্ত্রীর সাথে সাধারণ কথা বললেও সমস্যা হয়। তার কথা মাথায় আসলে ও এই সমস্যা হয়। কাপড় পাক রাখতে পারছি না। যদি তার সাথে  ১/২ দিন থাকি তখন পরের ৮/৯ দিন কথা বললে সমস্যা হয় না। পারিবারিক কিছু বাধার কারনে তার সাথে গোপনে সাক্ষাত করি। সবসময় সাক্ষাত সম্ভব হয়না।
প্রশ্ন হল ওকে বাসায় আনুষ্ঠানিক ভাবে আনার আগে স্ত্রীর সাথে অন্তরঙ্গ মূহুর্তের কথা ভেবে / মোবাইল এ কথা বলে/ভিডিও কল করে বীর্যপাত করা যাবে কি?বীর্যপাত করতে পারলে কিছুদিন শান্তিতে নামায পরা যায়, তার সাথে কথা বললে ও কাপড় নষ্ট হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক, মেহেরপুর।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যত দ্রুত সম্ভব আপনি আপনার স্ত্রীকে আপন ঘরে নিয়ে আসুন। অহেতুক বীর্যপাত করা নিষিদ্ধ। হস্তমৈথুন করাও জায়েজ নয়।

তবে যদি এমনটি না করলে যিনার গোনাহে লিপ্ত হবার তীব্র সম্ভাবনা থাকে, তাহলে ফুক্বাহায়ে কেরাম এর অনুমতি প্রদান করেছেন। যদি জিনা করার তীব্র সম্ভাবনা না থাকে, তাহলে এ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দু্আ করুন। আল্লাহ তাআলা যেন দ্রুত এ সমস্যার সমাধান করে দেন।

বেশি বেশি করে আখেরাতের কথা চিন্তা করুন। ইনশাআল্লাহ আখেরাতের ভয় এ কুচিন্তা ও কর্ম থেকে হিফাযত থাকা সম্ভব হবে।

فى كنز العمال فى سنن الأقوال والأفعال- ألا لعنة الله والملائكة والناس أجمعين على من انتقص شيئا من حقي، ………. وعلى ناكح يده، (كنز العمال فى سنن الأقوال والأفعال- تابع كتاب المواعظ والحكم، باب الترهيب الأحادي من الإكمال،فصل- الترهيب العشاري فصاعدا من الإكمال، رقم الحديث-44057)

وأما ما رواه عبد الرزاق في “المصنف” (7/ 391/ 13590) ، وابن أبي شيبة (4/ 379) عن أبي يحيى

وفى رد المحتار- وكذا الاستمناء بالكف وإن كره تحريما لحديث { ناكح اليد ملعون } ولو خاف الزنى يرجى أن لا وبال عليه (رد المحتار-كتاب الصوم، باب ما يفسد الصوم وما لا يفسده، مطلب فى حكم الإستمناء بالكف-3/371

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

গুগল দেখে নামাজের সময় নির্ধারণ করা যাবে কী? ইচ্ছেকৃত নামাজ দেরিতে পড়া বড় গুনাহ?

প্রশ্ন: ১- Google গুগল থেকে নামাজের সময় সূচির জানা ও তার উপর আমল করা কতটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস