প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / চার রাকাত সুন্নত নামাযের প্রথম রাকাতে ভুলে সূরা ফালাক পড়লে করণীয় কী?

চার রাকাত সুন্নত নামাযের প্রথম রাকাতে ভুলে সূরা ফালাক পড়লে করণীয় কী?

প্রশ্ন

From: Aajharuddin mallick
বিষয়ঃ নামাজে সুরা মিলানো

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম,
হুজুর আমরা জানি চার রাকাত ওয়ালা সুন্নাত নামাজে চার রাকাতেই সুরা ফাতেহার সাথে সুরা মিলিয়ে পরতে হয়।
কিন্তু হজুর যদি কেউ প্রথম রাকাতেই সুরা ফাতেহার পর সুরা ফালাক্ব পরে ফেলে । তাহলে পরবর্তী তিন রাকাত সে কিভাবে পালন করবে?
একটু তারাতারি উত্তরটি জানালে উপকৃত হই।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

পরের রাকাতে নাস পড়ার পর আবার অন্যত্র থেকে সূরা পড়াতে কোন সমস্যা নেই। যেমন তৃতীয় রাকাতে সূরা কাফিরূন এবং পরের রাকাতে সূরা নসর পড়লেন। এতে কোন সমস্যা নেই।

وَإِذَا قَرَأَ فِي رَكْعَةٍ سُورَةً وَفِي الرَّكْعَةِ الْأُخْرَى أَوْ فِي تِلْكَ الرَّكْعَةِ سُورَةً فَوْقَ تِلْكَ السُّورَةِ يُكْرَهُ الخ هَذَا كُلُّهُ فِي الْفَرَائِضِ وَأَمَّا فِي السُّنَنِ فَلَا يُكْرَهُ (الفتاوى الهندية، كتاب الصلاة، الفصل الخامس فى زلة القارئ-1/78-79)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *