প্রচ্ছদ / পর্দা/দুগ্ধপান/হুরমত / স্পর্শের সাথে সাথে আলাদা হয়ে গেলে কি হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়?

স্পর্শের সাথে সাথে আলাদা হয়ে গেলে কি হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়?

প্রশ্ন

আসসালামু আলাইকুম,, প্রিয় মুহতাম আমার একটা প্রশ্ন ছিল আমি খুব বিপদগ্রস্ত এর ভিতরে আছি,,,, প্রশ্ন: একদা আমি অসুস্থ ছিলাম অন্যদিকে ফিরে মুখ করে ছিলাম এমত অবস্থায় আমার মাথার ভিতরে এটা বাজে বিবস্ত্র বা একটা মেয়ের সাথে মিলনের চিত্র চলে আসে আদৌ আমি কখনো শেটা করিনি,, ঠিক সেই সময় আমার আম্মু আমার পাশে শুয়েছিল কিন্তু আমার সেদিকে খেয়াল ছিল না তখন আম্মুর নকের বা আঙ্গুলের ছোঁয়া লাগে আমার পায়ে ঠিক সেই মুহুর্তে আমার শরীর স্তব্ধ হয়ে যায় হুরমাতে মুসাহারাত এর ভয় চলে আসে তারপরে আমি প্রচুর কান্নাকাটি করি আমি ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইসলামের সব আহকাম মানার চেষ্টা করি,, আমি  কলেজে লেখাপড়া করি ইন্টার ফাস্ট ইয়ারে !!!বিষয়টা আপনি জানালে উপকৃত হতাম?? আমি খুব ভীত সংস্কারণ অবস্থায় আছি প্লিজ দয়া করে একটু সাহায্য করুন?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি আপনার উপরের বিবরণ সত্য হয়, তাহলে এর দ্বারা হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়নি।

وفى رد المحتار- قوله (بشهوة) اي ولو من احدهما،

وفى الدر المختار- وحدها فيهما تحرك آلته أو زيادته به يفتى

 وفي امرأة ونحو شيخ كبير تحرك قلبه أو زيادته (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-4/107-109

فى الدر المختار- أو لمس ) ولو بحائل لا يمنع الحرارة

وقال ابن عبدين– ( قوله : بحائل لا يمنع الحرارة ) أي ولو بحائل إلخ ، فلو كان مانعا لا تثبت الحرمة ، كذا في أكثر الكتب (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-3/107-108)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …