প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / সাহু সেজদা দেবার উত্তম পদ্ধতি কি?

সাহু সেজদা দেবার উত্তম পদ্ধতি কি?

প্রশ্ন:

মুহতারাম , আমি অনেকদিন থেকে জানি নামাজে সাহু সেজদা ওয়াজিব হলে শেষ বৈঠকে শুধুমাত্র তাশাহুদ পড়ে একদিকে সালাম ফিরিয়ে সাহু সেজদা দিতে হয়, কিন্তু গতকাল আমার এক বন্ধু বললো শেষ বৈঠকে তাশাহুদ দুরুদ শরীফ ও দোয়া পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে , জানার বিষয় হলো সাহু সেজদা আদয়ের উত্তম পদ্ধতি কোনটি?

নিবেদক :
সফওয়ান সা’দী
সিলেট।

উত্তর :
بسم الله الرحمن الرحيم

সাহু সেজদা আদায়ের উত্তম পদ্ধতি হচ্ছে শেষ বৈঠকে শুধু মাত্র তাশাহুদ পড়ে একদিকে সালাম ফিরিয়ে দুই সেজদা আদায় করবে। অত:পর পুনরায় তাশাহুদ এবং দুরুদ শরীফ ও দোয়া পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে ।

جاء في “الأصل ” 1/ 193 ، قلت : أرأيت رجلا صلى فسها في صلاته فلم يدر أثلاثا صلى أو أربعا و ذلك أول ما سها؟ قال : عليه أن يستقبل الصلاة ، قلت : فإن لقي ذلك غير مرة كيف يصنع ؟ قال : يتحرى الصواب ، فإن كان أكثر رأيه أنه قد أتم مضى على صلاته ِ، وإن أكثر رأيه أنه صلى ثلاثا أتم الرابعة ثم يتشهد و يسلم و يسجد سجدتى السهو و يسلم عن يمينه و عن شماله في أخرها ، انتهى

جاء في الأختيار ” 1/ 127، ويسجد له ، ( اي للسهو قاله الراقم ) بعد السلام سجدتين ثم يتشهد ويسلم ، وري عمران بن حصين و جماعة من الصحابة ” أنه سجد سجدتي السهو بعد السلام ، ثم قيل يسلم تسليمتين ، و قيل تسليمة و احدة وهو الأحسن ثم يكبر ويسجد ساجدا ويسبح ثم يرفع رأسه ، ويفعل ذلك ثانيا ، ثم يتشهد ويأتى بالدعاء ، لأن موضع الدعاء آخر الصلاة و هذا آخرها، انتهى

وكذا في ” بدائع الصنائع ” 1/ 417،  و تبيين الحقائق 1/ 472 ، و كذا في “ملتقى الأبحر مع مجمع الأنهر ” 1/ 219  ،

والله اعلم باصواب
উত্তর লিখনে
মুহা. ইসমাঈল
শিক্ষার্থী : ইফতা বিভাগ- মা’হাদুত তালীম ওয়াল বুহুসীল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …